পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ¢ © - দেৱগণের -- # ;আগমন আইন বিধিবদ্ধ করেন। ১৮৭৭ জঃ ইং কর্তৃক দিল্লীতে একটা দরবার হয় এবং মহারাণী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্যের অধীশ্বরী উপাধি গ্রহণ করেন। ইহার সময় দক্ষিণ ভারতবর্ষে ভয়ঙ্কর স্কুর্ভিক্ষ হইয়া ১০ লক্ষ লোক প্রাণত্যাগ করে । ১৮৭৮ অঃ লণ্ড রিপন গবর্ণর জেনেরল হন । ইহঁ কর্তৃক ৯ আইন উচ্ছেদ ও আত্মশাসন প্রণালীর সুত্রপাত হয় । ১৮৮১অঃ তুলাজাত দ্রব্যের আমদানী শুল্ক রহিত হয় এবং ইলবাট বিল লইয়া মহা গণ্ডগোল বাধে। ইনি হাইকোর্টের প্রধান বিচারপতি গার্থ ছুটি লক্টলে শ্ৰীযুক্ত রমেশ চন্দ্র মিত্রকে ঐ পদে নিযুক্ত করিয়াছিলেন । ইহঁর সময় নুতন রাইটস বিল্ডিং স্থাপিত হয়। ইডেন হাসপাতাল স্থাপিত হয় এবং ট্রামওয়ে গাড়ী চলে ও এক পয়সা মূল্যের পোষ্টকার্ড প্রচলিত হয় । ১৮৮৪ খৃঃ অঃ লড ডফরিণ গবর্ণর জেনারল হন । ইহঁার সময় ব্রহ্মদেশ ইংরাজরাজ্যের অন্তৰ্ভুক্ত হয় এবং ব্ৰহ্মাধিপতি থিবো ভারতবর্ষে বন্দী অবস্থায় আনীত হন । ১৮৮৭ অঃ মহারাণী ভিক্টোরিয়ার পঞ্চাশ বৎসর রাজত্বের "জুবিলী” উৎসব হয় । কলিকাতায় অনেকগুলি সল আছে। যথা মৃজাপুর ষ্ট্রীটে ভারতসংস্কার সভা । এই সভা ১৮৬১ অব্দে স্থাপিত হয় । ইহার চারিটী বিভাগ আছে যথা--স্ত্রীশিক্ষা ও জাতীয় উন্নতি, সুলভ সাহিত্য বিভাগ, দাতব্য বিভাগ এবং সুরাপান নিবারিণী সভা । জাতীয় সভা,—এই সভার তত্ত্বাবধানে প্রতি বৎসর মাঘ মাসে একটা করিয়া মেলা হয়। বিজ্ঞান সভা,—১৮৭৬ অব্দে ডাক্তার মহেন্দ্রলাল সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়। বৈজ্ঞানিক সভার আলোচনা ও অনুসন্ধান এই সভার উদ্দেপ্ত। কলিকাত কৃষিসমাজ–১৮২০ আবে স্থাপিত হয়। কৃষিতত্ত্ব এই সভার কার্য্য। সাহিত্য সভা—১৮৫৭ অব্দে স্থাপিত হয়। সাহিত্য সংক্রান্ত আলোচনা ও বক্তৃতাদি এই সভার কাঞ্জ । রাজনৈতিক সভা—১৮৩৮ অব্দে স্ববিখ্যাত দ্বারকানাথ ঠাকুর কর্তৃক সংস্থাপিত হয়। এই সভা এক্ষণে আর নাই। ১৮৫১ অব্দে রাজা রাধাকান্ত দেব ও প্রসন্নকুমার ঠাকুর প্রভৃতির যত্বে ব্রিটিশ ইণ্ডিয়ান এসো