পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষ্টেশন ዓ¢ © ইহঁাকে ডেপুটী আজিষ্ট্রেট করেন। ২৪ পরগণার ডেপুটী মাজিষ্ট্রেট হইয়া ইনি বি, এল পরীক্ষায় উত্তীর্ণ হন । ১৮৫৮ সালে ইনি যশোহরে বদলি হন এই স্থানে ইষ্ঠার প্রিয় স্বদ্বদ দীনবন্ধুর সহিত প্রথম সাক্ষাৎ হয়। ইহার পর বঙ্কিম খুলনায় বদলি হইয়া নীলকরদিগের দমন করিয়া প্রজা রক্ষা করিয়া ছিলেন এবং সুন্দরবনের ডাকাত নিৰ্ম্মল করিয়াছিলেন । এই স্থানেই ইহার প্রথম উপন্যাস দুর্গেশনন্দিনী লিখনারম্ভ হয়। ইহার পর ইনি বারুইপুরে বদলি হন । এই স্থানে অবস্থিতি কালে ইহঁার দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী এই তিনখানি উপন্যাস বাহির হয় । ১২৭৯ সালে ইহার বঙ্গদর্শন বাহির হয়। ইহার পর ইনি বহরমপুর, বারাশত, মালদহ প্রভৃতি অনেক স্থানে কৰ্ম্ম করিয়া ১৮৯২ সালে পেন্সন লন । বঙ্গদর্শন বাহির হইবার পর ইনি অনেকগুলি পুস্তক লিখিয়াছেন । যথা— ১২৭৯ সালে বিষবৃক্ষ ও ইন্দিরা ; ১২৮০ সালে চন্দ্রশেখর ও যুগলাঙ্গুরীয় ; ১২৮১ সালে রজনী ; ১২৮২ সালে কমলাকাস্তের দপ্তর ; ১২৮৪ সালে কৃষ্ণকাস্তের উইল ; ১২৮৫ সালে রাজসিংহ ; ১২৮৬ সালে আনন্দমঠ ; ১২৮৭ সালে মুচিরাম গুড়ের জীবনচরিত ; ১২৮৮ সালে দেবীচৌধুরাণী ; ১৮৮৯ সালে কৃষ্ণচরিত ; ১২৯০ সালে ধৰ্ম্মতত্ত্ব ; ১২৯১ সালে সীতারাম প্রকাশিত হয় । ইনি গবর্ণমেণ্ট হইতে রায়বাহাদুর ও সি, আই, ই উপাধি প্রাপ্ত হন । ১৩০০ সালের চৈত্র মাসে ইঙ্গব মৃত্যু হয় । ট্রেণ পুনরায় ছাড়িল এবং ধুম উদগীর করিতে করিতে কঁাচড়াপাড়া ষ্টেশনে যাইয়া উপস্থিত হইল। বরুণ। এই স্থানের নাম কঁাচড়াপাড়া। যে স্থানে ষ্টেশন দেখিতেছেন, ইহ পূৰ্ব্বে মাঠ ছিল; কিন্তু রেলওয়ে কোম্পানীর প্রসাদে এক্ষণে এখানেও জামালপুরের দ্যায় কলকারখানা প্রস্তুত হইতেছে ও বিস্তর কেরাণী খাটিতেছে। ষ্টেশন হইতে এক ক্রোশ দূরে র্কাচড়াপাড়া গ্রাম। গ্রামটা এক সময় বড় সুন্দর ও বিস্তর লোকের বাস ছিল, এক্ষণে কেবল বন