পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S28 দেবগণের মর্ত্যে আগমন ব্ৰহ্মা। বেদে লেখা আছে—কলির শেষ দশা স্ত্রীলোকের স্বেচ্ছচারিণী হয়ে যথা তথা ভ্রমণ করবে, তাহারই সূত্রপাত । বরুণ। ওদিকে যে বাড়ী দেখিতেছেন, উহার মধ্যে বাদসার তিনটি শ্বেত-পাথরের স্বানের ঘর আছে । গৃহের ভিতর অনেক নল-লাগান ঝরণাও দেখিতে পাওয়া যায়। ঐ তিনটি গৃহে উষ্ণ, শীতল ইত্যাদি জল থাকিত । জল গরম করিতে প্রত্যঙ্ক একশত মণ করিয়া কাষ্ঠ লাগিত । ইন্দ্র। দেশের পালা-ঝাল আর রাখতো না বল ! ইহার পর দেবতার চাদনী চকে বাইয়া দেখেন, একটি বাড়ীতে কালোয়াতি গান হইতেছে। ইহারা আর কখন কালোয়াতের মুখে গান ৷ শুনেন নাই। অতএব আগ্রহ সহকারে ভিতরে প্রবেশ করিলেন বটে ; কিন্তু গানগুলি হিন্দি বলিয়া একছত্রও বুঝিতে পারিলেন না। র্তাহারা কালোয়াতের অঙ্গভঙ্গী ও মাথা নাড়া দেখিয়া পরস্পরে গা টেপাটেপি করিয়া হেসে বাচেন না। তথা হইতে প্রত্যাগমন করিবার সময় প্রত্যেকে চাদনী চক হইতে এক-একটা গুড়গুড়ির নল এবং এক-একখানি বাক্সে বসান আল্পনা কিনিয়া লইলেন. এই সময় পদ্মযোনি একটা খাল দেখিয়া কছিলেন “বরুণ ! ও খালটা কি ?” বরুণ। আলিমর্দান নামক এক ব্যক্তি ঐ খাল খনন করায় বলিয়া উহাকে আলিমর্দানের খাল কহে। এই খালের উভয় তীর শ্বেত পাথর দিয়া বাধান ইহা প্রায় ৫ ফিট গভীর ও তিন মাইল লম্বা হইবে। ইহার অনেকগুলি, সেতু আছে এবং ধারে ধারে ওমরাহদিগের ভাল ভাল অট্টালিকা আছে। এই স্থান হইতে সকলে হাজারিবাগে বাইয়া উপস্থিত হইলেন এবং বরুণ কহিলেন “দেখ, জনাৰ্দ্দন ! এই স্থানে মহম্মদ শী নামক বাদসার বেগমের কবর আছে।” নারা। যেখানে সেখানে কবর ! দিল্লীতে যে কত মামৃদো আর মামৃদৗ ভূত আছে বলা যায় না। • .