পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՓ:Ե- দেবগণের মর্ত্যে আগমন চাকদা নাম হইয়াছে। এই চাকদার সন্নিকটে মুখসাগর, ৫০ বৎসর পূৰ্ব্বে মুখসাগর বড় সমৃদ্ধিশালী নগর ছিল । তখন অট্টালিকাদিতে এই স্থান পরিপূর্ণ ছিল। লর্ড কর্ণওয়ালিস গ্রীষ্মকালে এই স্থানে আসিয়া বাস করিতেন । এখন যেমন গবর্ণরের সিমলা পাহাড়ে যান, তখন গ্রীষ্মকালে সুখসাগরে আসিতেন। রেভিনিউ বোর্ড মুরশীদাবাদ হইতে উঠিয়া আসিয়া এই স্থানেই সংস্থাপিত হয়। মুখসাগরের সমস্তই এক্ষণে গঙ্গায় ভাঙ্গিয়া লইয়াছে । ১৮২৩ সালের বদ্যায় মুখসাগরের বাজার ধ্বংস হইয়াছে। এই সময় আর একখানি ট্রেণ আসিবে বলিয়া চাকদায় এ ট্রেণ খানি বিলম্ব করিতে লাগিল । বরুণ কহিলেন—

  • চাকদার পরপারে অনেকগুলি ভদ্র স্থান আছে। যথা—জিরেট বলাগড় ; এই স্থানে বিস্তর কুলীন বামুনের বাস। জিরেটে গোপীনাথ নামক একটী বিগ্রহ আছেন, র্তাহার বেশ সেবা হয় । ইহঁার প্রসাদে গোসাই মহাশয়েরাও বেশ সুখ স্বচ্ছন্দে দিন কাটাইতেছেন । বলাগড়ের পর শ্ৰীপুর । জীপুরে অনেকগুলি মুস্তফী-উপাধি কায়স্থ বাস করেন। এক সময় ইহঁাদের বেশ বিষয় বিভব ছিল, এক্ষণে অবস্থা অতি হীন হুইয়া পড়িয়াছে। তৎপরে সুখড়িয়া সোমড়া । মুখড়িয়ার মুস্তফী-উপাধি কায়স্থেরা বেশ সঙ্গতিশালী লোক। বড় মানুষের সমস্ত চিহ্ন আছে, অর্থাৎ দেবালয় প্রভৃতি আছে এবং প্রায় একশত আন্দাজ শিব গ্রামে বিরাজ করিতেছেন, কিন্তু তাহাদিগকে দুধ গঙ্গাজল খাইয়াই দিন কাটাইতে হয় এবং বর্ষাকালে জলে ভিজিয়া মরেন, কারণ মন্দিরগুলি মেরামত হয় কিনা সন্দেহ। তদ্ভিন্ন হরমুন্দরী, আনন্দময়ী প্রভৃতি বড় বড় কালীমূৰ্ত্তি বিরাজ করিতেছে, সম্মুখে একটা করিয়া নাটমন্দিরও আছে, কিন্তু প্রতিমাগুলির আহারাভাবে, আর সৌন্দৰ্য্য প্রভৃতি নাই। মুখড়িয়ার দেবদেবীদিগের মধ্যে নিস্তারিণী দেবী মুখে আছেন। ইহঁার প্রতিষ্ঠাতার নাম: ৮কাশীগতি মুস্তফী ! কাশীগতি শেষ দশাতে এই মূৰ্ত্তি প্রতিষ্ঠা