পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ\ge দেবগণের মর্ত্যে আগমন বিশেষ বন্ধুত্ব ছিল। গঙ্গাগোবিন্দ সিংহ পদচ্যুত হইলে ইনি নায়েব দেওয়ান পদে নিযুক্ত হইয়াছিলেন। লর্ড কর্ণওয়ালিসের সময় দশশালার বন্দোবস্তে সাহায্য করিয়াছিলেন এবং পূর্ববঙ্গ ও দিনাজপুর বন্দোবস্তের ভার স্বয়ং লইয়াছিলেন । র্তাহার স্বাক্ষরিত লাখরাজের ছাড় এখনও পূৰ্ব্ববঙ্গে অনেকের গৃহে আছে। তিনি এই সময় শালগ্রাম শিলা লক্ষ্মীনারায়ণ জীউকে প্রাপ্ত হয়েন । অদ্যাপি ঐ শিলা বর্তমান আছেন । এই গ্রামের বলরাম রায় আরাকানের নবাবের দেওয়ান ছিলেন । র্তাহার প্রতিষ্ঠিত রাজরাজেশ্বরীমূৰ্ত্তি বর্তমান আছেন। বৈদ্য ভিন্ন এই স্থানে অন্যান্য জাতির মধ্যে অনেক শিক্ষিত লব্ধপ্রতিষ্ঠ লোক ছিলেন। অধুনা গ্রামে অত্যন্ত বানরের উপদ্রব, নর-বানরেরও অসদ্ভাব নাই । এই সময় ওদিকের গাড়ীখান অতিক্রম করিয়া যাওয়ায় কলিকাতার ট্রেণ সা সোৎ স সোৎ শবো যাইয়া ঝণ ঝনাৎ শব্দে রাণাঘাটে যাইয়া উপস্থিত হইল । - বরুণ। এই স্থানের নাম রাণাঘাট । স্থানটা চুণী নামক নদীর উপর অবস্থিতি করিতেছে। পূৰ্ব্বে এখানে অত্যন্ত বন ছিল এবং অনেক দস্থ্য বাস করিত । রাণী নামক একজন দস্থ্য উহাদের সর্দার ছিল, ঐ রণার নাম হইতেই রাণাঘাট নাম হইয়াছে। এখানে সিদ্ধেশ্বরী নামে এক কালী আছেন, ঐ কালী রণা দস্থ্যর কালী । রাণাঘাট পাস্তিদিগের জন্ত বিখ্যাত । এই পাস্তিদিগের আদিপুরুষ কৃষ্ণ পাণ্ডিই বিষয় করেন, কৃষ্ণ পাস্তি অতি সদাশয় ও মহৎ লোক ছিলেন.। ব্ৰহ্মা । কৃষ্ণ পাস্তির বিষয় আমাকে বল । বরুণ।.ইনি ১৭৪৯ খ্ৰীঃ ১১৫৬ সালে জন্মগ্রহণ করেন, ইহঁীরা জাতিতে তিলি। ইহঁর পিতার নাম সহস্ররাম পাত্তি। সহস্ররাম পান বিক্রয় করার পাপ্তি উপাধি হয় । কৃষ্ণ পাস্তি বাল্যকালে রাণাঘাটের তিন ক্রোশ