*やWり দেবগণের মর্ত্যে আগমন ময় নামে এক শিব স্থাপনা করেন। শিবচন্দ্রেব পর ঈশ্বরচন্দ্র রাজা হন। ইহঁর সময় রাজবাটীতে বিষ্ণুমহল, বারদ্বার প্রতিষ্ঠিত इंत्र এবং রাজী অঞ্জন নামক নদীতীরে এক সুন্দর অট্টালিকা নিৰ্ম্মাণ করিয়া তাহার নাম জীবন রাখেন। ইনি স্বপ্নে দেখিয়া ভাগীরথীতীরে বালুক মধ্যে এক গোপালমূৰ্ত্তি প্রাপ্ত হন। ঐ গোপাল নবদ্বীপনাথ নামে নবদ্বীপে আছেন। নবদ্বীপের ভবতারিণী কালী ও ভবতারণ শিব ইহঁরই প্রতিষ্ঠিত। ১৮১৬ খৃঃ অব্দে লর্ড হার্ডিঞ্জ সাহেব কৃষ্ণনগরে একটা কলেজ স্থাপন করেন । ১৮৪৪ অব্দে ঐ স্থানে একটী ব্রাহ্মসমাজ হয় । নারা । বরুণ ! তুমি রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদুদিগের বিষয় বল । বরুণ। মুক্তারাম মুখোপাধ্যায়। ইহঁার বাড়ী উলায় । ইনি রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ ছিলেন । সকল কথায় বেশ সরস উত্তর দিতে পারিতেন। একদিন রাজা কহিলেন ---“মুখুয্যে, আমি স্বপ্নে দেখিয়াছি, তুমি বিষ্ঠার হ্রদে ও আমি পায়সের হ্রদে পড়িয়া গিয়াছি।” মুক্তারাম কহিলেন—“আমিও ঐ স্বপ্ন দেখিয়াছি, তবে প্রভেদ এই--দুজনে হ্রদ হইতে উঠিয়া গা চাট্যচাটি করিতেছি।” গোপাল ভাড় নামক এক নাপিত কৃষ্ণচন্দ্রের সভাসদ ছিলেন । ইহঁার বাটী শাস্তিপুর । ইনি বেশ রসিক ছিলেন । গোপালের একটা সুন্দর পুত্রকে দেখিয়া একদিন রাজা কহেন—“গোপাল, তোমার ছেলেট যেন রাজপুত্র।” গোপাল তৎশ্রবণে ছেলেটকে কোলে লইয়া কহেন – “বাবা, বেঁচে থাক, তোম৷ হইতে আজ আমি রাজপুত্রের বাবা হইয়াছি।” এক সময় গোপাল ভাড় রাজা কৃষ্ণচন্দ্রের সহিত মুরশীদাবাদের নধাববাড়ী যান। ঐ সময় অনেক রাজা আসায় বেগমেরা গবাক্ষ দিয়া দেখিতেছিলেন, গোপালভাড় বেগমদিগের প্রতি চাহে আর চক্ষু ঠারে। সভাভঙ্গের পর নবাব বাটীর মধ্যে যাইয়া এ বিষয় গুনেন এবং গোপাল ভাড়কে • জীবস্তু কবর দিবার জন্ত ধরিয়া আনেন। গোপাল আসিয়া প্রথমে নবাবের
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।