ষ্টেশন ዓማች© মুন্সীগঞ্জ, আলমডাঙ্গা, হালদা, পোড়াদহ, মিরপুর অতিক্রম করিয়া দামুকিয়া ঘাটে উপস্থিত হইল । . দেবগণ ট্রেণ হইতে নামিয়া সম্মুখে দেখেন, ভয়ঙ্কৰী -পদ্ম বিরাজ করিতেছেন । দেবগণ পদ্মাকে দেখিয়া তীরে যাইলেন এবং পিতামহ কহিলেন, “মা কেমন আছ ?” পদ্মা ৷ আছি একরূপ মন্দ নয় ? বাবা, আপনি কেমন আছেন ? স্বর্গের কুশল ত ? কলিতে আপনাদের মর্ত্যে আগমনের কারণ কি ? ব্ৰহ্মা । গঙ্গাকে যেখানে সেখানে বঁধেছে, অত্যস্ত কষ্ট দিচ্চে, তাই মেয়েটকে দেখুতে এসেছিলাম। মনে ক’রেছি শীঘ্র নিয়ে যাব । পদ্মা । ওরা নরমের বাঘ । গঙ্গা শাস্ত মেয়ে ব’লে অত কষ্ট সহ ক’বৃছে। কৈ আমার কাছে ইংরাজ আস্থক দেখি ? * নারা । তোমাকে পারে না কেন ? পদ্মা। কি ক’রে পাবে—চোরাবালী, ঘূর্ণিপাক প্রভৃতি যে সকল সঙ্গী আছে ; তাহারা থাকৃতে কাহাকেও ভয় করি না । ইন্দ্র। তুমি বড় ভেঙ্গে চুরে দিয়ে গ্রামগুলিকে নষ্ট করণ " পদ্মা। আমার তীরস্থ গ্রামগুলিও তেন্নি ধুধু ক’বৃছে। তাহার উপর খোদা বকস্ রহিম উল্লা প্রভৃতি পাচঘর প্রজা ইলিস মাছের ব্যবসা কর্চে। উপ। পদ্মা পিসি, তোমার গর্ভে খুব ইলিস মাচ হয় নয় ? পদ্ম। হ্যা । এ ছেলেটি কে ? ব্ৰহ্মা । শনির ছেলে । ইন্দ্র। পদ্মা, তুমি যে এক্ষণে বেশ শাস্তভাবে আছ ? পদ্মা। আমার ভয়ঙ্করী মূৰ্ত্তি ভাদ্র আশ্বিন মাসে হয়। সেই সময় অনেক লোক পূজায় বাড়ী যায় কি না।
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।