ষ্টেশন ጫጫ¢ গাড়ী যথাসময়ে দাৰ্জিলিং অভিমুখে চলিল এবং শালবন ও চা-ক্ষেতের মধ্য দিয়া যাইয়া পাহাড়ের নীচে উপস্থিত হইল । বরুণ । পিতামহ ! এই প্রকাও পাহাড়ের উপর দাৰ্জিলিং । ব্ৰহ্মা। মা ! অত উচুতে উঠবে কেমন করে ? এই সময় ট্রামগাড়ী শালবনের মধ্য দিয়া ঘুরিয়া ঘুরিয়া একটা ফাক স্থানে উপস্থিত হইল। বরুণ কছিলেন, “ঠাকুরদা ! নীচের দিকে দেখুন, আমরা কত দুরে উঠিয়াছি।” পিতামহ তৎশ্রবণে নীচেয় তাকায়ে দেখেন, গাড়ী অনেক উচ্চে উঠিয়াছে। নীচে খাল, জঙ্গল দেখা যাইতেছে। তিনি তদৃষ্টে কহিলেন, “আহা ! ধন্ত ইংরাজের বুদ্ধি ও ক্ষমতা ! দেবরাজ, ভাল ক’রে গড় ঝালাই করগে, নচেৎ স্বৰ্গরাজ্য কখনই রক্ষা করিতে পারিবে না।” ক্রমে ট্রামগাড়ী পাপের প্রায় অল্প অল্প করিয়া উঠিয়া গয়াবাড়ী, কার্সিয়ং, সোণাদহ ষ্টেশন অতিক্রম করিয়া ঘুম ষ্টেশনে আসিয়া পৌছিল । পুনরায় ট্রেণ ছাড়িলে আকাশ মেঘাচ্ছন্ন হইল, গাড়ী যেন মেঘ ভেদ করিয়া চলিতে লাগিল। দেবতারা দেখেন, উপরে মেঘ ও জল ; নীচে রৌদ্র। নারায়ণ কহিলেন “আহা ! কি সুন্দর দৃপ্ত ” এই সময় গাড়ী দাৰ্জিলিংয়ের নিকট উপস্থিত হইলে বরুণ কহিলেন, “পিতামহ । দাৰ্জিলিং দেখুন।” ব্ৰহ্মা। চমৎকার সঙ্গর । বরুণ, দাৰ্জিলিংয়ের বাড়ীগুলি ওভাবে রহিয়াছে কেন ? একটা নীচে, একটা উপরে আর একটা তাহার উপরে ? যাহা হউক, বাড়ীগুলি ওরূপ স্তরে স্তরে থাকায় বড় সুন্দর দেখাইতেছে এবং খড়খড়ি গুলিতে রৌদ্র লাগায় ঝলমল করিতেছে! বরুণ । দাৰ্জিলিং, পাহাড়ের উপর অবস্থিত। পাহাড়ে সমতলভূমি না থাকায় ঐ ভাবে গৃহাদি নিৰ্ম্মিত হইয়াছে। রজনীতে দাৰ্জিলিং বড়
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৯৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।