পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাণী নারা । কলের গাড়িও দেখনি ? অন্নপূর্ণ। একদিন উনি বাড়ী ছিলেন না, লুকিয়ে গিয়ে দেখে এসেছি। ছ মিন্সে গোরা গাড়িখানাকে যেন নক্ষত্ৰবেগে ছুটিয়ে নিয়ে গেল ! তুমি বোসে, জলখাবার আনি । নারা। আজ আর কিছু খাব না, তীর্থে এদে প্রথম দিন উপবাস করতে इग्न । অন্নপূর্ণ। ওম, কেন ! তুমি ছেলে মাস্থ্য, তিনবার খাবার বয়েস, তোমার আবার উপবাস কেন ? তাই ত বলি, মূখ-খানি যেন শুরু শুক্ল দেখাচ্চে। তোমাৰ সঙ্গে আর কে এসেছে ? নারা । বড়দা, দেবরাজ ও বরুণ । অন্নপূর্ণ । বরুণ ত এইখানে (মর্ত্যে ) চাকরি করেন। এখন কি তার ছুটি ? নারা । এখন ছুটি বটে ; কিন্তু আজ কাল উহার ছুটির কোন স্থিরতা নাই ; মেলেরিয়া জর হয়ে পৰ্য্যন্ত যখন তখন বিদায় মিয়ে স্বর্গে যান। অন্নপূর্ণ। ঐ জন্যে সময়ে জল না হওয়ায় ধানটানগুলো ভালরূপ জন্মায় না বটে। আচ্ছা দেবরাজ যে কোলকেতায় চল্লেন, উনি কি বিষয়-আশয়গুলো উইল করে এলেন । নারা । উইল করবেন কেন ? অন্নপূর্ণ। শুনেছি রাজ রাজরার কোলকেতায় যাবার আগে, যদি আর না ফেরেন ভেবে, উইল করে থাকেন ? নারা । সেখানে গেলে আর ফিরবেন না কেন ? অন্নপূর্ণ ধৰ্ম্ম জানেন । নারা। বড়দা আজ বড় জালাতন করে মেরেছেন। ঘাটে এসেই “স্বরধুনী” “স্বরধুনী” শব্দে কাদতে আরম্ভ করলেন, দেশের মাগীগুলো তামাসা দেখতে ছুটে এল, আমরা ত আর লজ্জায় বাচিনে । অন্নপূর্ণ। মুরির কথা ভাই বলে না। বাম, আগে আমাদের দ্ব-সতীনে ঝগড়া হত, এখন বয়স হয়েচে, এখন ত আর সে সব ভাল দেখায় না, আয় বোন দুজনে ভাব করে মিলে মিশে থাকি। প্রত্যহ আমাকে ছত্রিশ জেতের জন্য রাখতে হয়, একা আর পেরে উঠিনে। তুই থাকলে, হলো তুই è: "