পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশী বরুণ । মন্থর দোষ নাই, তিনি তাল ভেবে মিশ্ৰম করেছিলেন ; কিন্তু কপালক্রমে মন্দ হয়ে পড়েছে। তিনি তখন কি জানিতেন যে—বাঙ্গালীরা পঞ্চমবধীয়া বালিকার সহিত স্বাদশবর্ষীয় বালকের বিবাহ দিয়া গৌরীদানের ফললাভ করবে? তিনি কি তখন জানিতেন—বাঙ্গালীরা রাশিগণ না দেখিয়া পুত্র কন্যার বিবাহ দিয়া নিজের মস্তকে নিজে কুঠারাঘাত করিতে উদ্যত হইবে ? তিনি তখন কি জানিতেন—বার-তিথি না দেখিয়া বাঙালীবালকগণ অসময়ে অপরিমিত বিহার করিয়া নিজের মৃত্যু নিজে ডাকিয়া আনিবে ? তিনি তখন কি জানিতেন --অপঙ্ক-বীজোৎপন্ন বালকগণ অসময়ে পিতা মাতাকে কাদাইয়া যাইবে ? সুতরাং তিনি তখন জানিতেন না যে, অল্পবয়স্কা বিধবাদিগের অশ্রপাতে ও উষ্ণনিশ্বাসে বঙ্গ ছারখায় হইবে । দেবগণ দুঃখ করিতে করিতে বাসায় চলিলেন। কিছু দূরে যাইয় তাহারা রমণীকণ্ঠ-নিঃস্থত স্বমধুর সঙ্গীতধ্বনি শুনিতে পাইয়া সবিস্ময়ে চারিদিকে চাহিতে লাগিলেন। দেখেন—এক দ্বিতল গৃহে এক যুবতী বিবিধ বেশভূষায় বিভূষিত হইয়া তালে তালে খেমটা নাচিতেছে। বাতায়নপথ মুক্ত থাকাতে র্তাহারা আরো দেখিলেন-কয়েকটি যুবা বসিয়া গ্লাস গ্লাস কি পান করিতেছে। পান সমাপনস্তে র্তাহাদের মধ্যে একজন ডুগিতে ধীরে ধীরে ঘা দিতে লাগিল। তখন যুবতী তালে তালে নৃত্য আরম্ভ করিয়া এই গানটি ধরিল। যখন এইছি কাশী বারাণসী ভয় কি করি আর । তোমারে দেখিয়ে কলা ওরে শমন হব ভবপার। খোলো খোলো ব্রাণ্ডি খেলো, আমাদের আর কি ভয় বলে, আছে ভোল৷ ভূগিয়ে হব ভবনদী পার। “বোবে ব্যোম” “বোবে বোম” “বোবে বোম” দিতে থাক তাল ! মেতে ছিলেন স্বয়ং তিনি কুচনী পাড়ায় একপ্রকার। দেবগণ একদৃষ্টি চাহিতে লাগিলেন। ব্ৰহ্মা বলিলেন, “বরুণ ! তুমি বলেছিলে বাঙ্গালী স্ত্রীলোকের বিলক্ষণ লজ্জাশীল। ঐ যুবতীও বাঙ্গালী, কিন্তু উহার লজ্জা সরম কই ? ও যেরূপ নীলাম্বী পরে দিগম্বরী সেজে খেমটা নাচ্চে, দেখে ত বোধ হয় না যে, কস্মিনকালেও লজ্জা সয়ম ছিল। বরুণ । আজে, ঐ স্ত্রীলোক বাঙ্গালী বটে, কিন্তু এক্ষণে ৰেপ্তাস্বভাবের প্রাপ্ত Y } &