পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন এই সময় দ্বাণী আসিয়া এক ঠোঙ্গ পুরী, কচুরী, মোহনভোগ অন্নপূর্ণার হন্তে দিল। দেবী নিজ অঞ্চলে একখানি রেকারীর জল মুছিয়া নাঙ্গায়ণকে ‘খাও’ ’খাও বলিয়া এক এক খানি দিতে লাগিলেন । নারায়ণ এত কেন, ‘এত কেন’ বলেন অথচ খাইতেও ছাড়েন না। দাসী পুনরায় আসিয়া একটি ডিবেয় করে পাণ ও ফরসীতে তামাক সাজিয়া দিয়া গেল । নারায়ণ গালে পানটি দিয়া তামাক টানিতে টানিতে কহিলেন, “বে, দাদার মন্দিরটি কি বিশ্বকৰ্ম্মা মিঞ্জির হাতে গাথা ?” - অন্ন। না ভাই, ওটা ওঁকে অহল্যাবাঈ করে দেয়। নারা । সোপা তো বড় কম দেয়নি! অৰ্দ্ধেকটা সোণার পাত্তে মোড়া । অন্ন। সোণ দিয়ে মুড়ে দেয় ঐ সিং—মর, মিন্সের নামও মনে আসে না । খুব নড়াই করতে পারতে, যাকে ইংরাঙ্গেরাও ভয় করতো। নামটি কি ভাল,— রণজিৎ । নারা । লোকে বলে—বিশ্বেশ্বরের মন্দির বিশ্বকৰ্ম্মর কৃত। অন্ন। যারা জানে না, তারাই ঐ কথা বলে । ঠাকুরপো! আজ ভাই তোমার বঁাশীর গান শুনবো । নারা ও বৌ! বাণী বাজান ছেড়ে দিইটি। ডাক্তারেরা বলে ‘ওতে দাত পড়ে যায়, যক্ষ্মীরোগ জন্মায়, আর শিরঃপীড়ার স্বষ্টি হয়। আজকাল বেহাগ। শিখতে আরম্ভ করেছি। তোমার যদি নিতান্তই শোনবার সখ হয়ে থাকে, না হয় বলো, দাদার শিঙ্গেটা এনে ফু দিই। অন্ন। ক্ষান্ত হও ভাই, ঐ শিঙ্গের শব্দে আমাকে অস্থির করে তুলেছে। আজকাল আবার কি বোল ধরেছেন, জান ?—বলেন পয়সা দেও, রবরের একটা তুবড়ী কিনবে।’ নারা। তুবড়ী কি ? অন্ন। ঐ যে সাপুড়েরা 'পে পো’ শব্দে বাজিয়ে বেড়ায়। ঠাকুরপো, তুমি श्९ि थोंe ? নারা । কেন বল দেখি ? অন্ন। ঘরে চাটি খাড়িমুম্বরি ছিল, ছিং ফোড়ন দিয়ে একটু ভুনী খিচুড়ী রোধে দিতাম । . 't , XXy