পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশ নারা । না বোঁ, আমি হিং খাইনে। একে দুৰ্গন্ধ, তাতে অত্যন্ত গরম। অন্ন। তুমি দুৰ্গন্ধ বলে একটু ছিং খাও না ; কিন্তু এখনকার বাবুরা পেঁয়াজ রন্ধন খেয়ে ভুট করে। বাবুর সখ করে পেয়াজের নাম রেখেছেন গরম মসলা। নারা । মাগীরাও বোধ হয় পেঁয়াজ খেতে শিখেছে ? अम्र । ८कन ? নারা। না হলে মিলেদের এমন কি সাহস ? ওর গন্ধে ত ভূত পালায়। বোঁ, একটি বড় কৌতুক দেখলাম—তোমার সপত্নী গঙ্গা প্রায়ই একপার না একপার ভেঙ্গে থাকেন। বিশেষতঃ যে পারে জল অধিক, সেই পারেই তার উপদ্রব বেশী । কিন্তু কাশীতে র্তার সে উপদ্রব নাই ; থাকলে এতদিন তোমার সোণার কাশীর অৰ্দ্ধেক আন্দাজ উদরন্থ করে বসতেন । অন্ন। কাশী না ভাঙ্গার একটি কারণ আছে। যখন গঙ্গা এইখান দিয়ে যায়, তোমার দাদাকে দেখে আহলাদে গদগদ হয়ে কল কল শব্দে হাতে হাসতে আসে। তোমার দাদা দেখতে পেয়ে ছুটে গিয়ে বল্লেন “খবৰ্দ্দার । এখানে এসো না। তুমি এলে আমার সোণার কাশী ভেঙ্গে চুরে নষ্ট হবে, সহ করতে পারবো না। তাতে কালামুখী এই সত্য করে—“একবার তোমায় দেখেই আমি এখান হতে বিদায় হব। প্রতিজ্ঞ করচি, কাশীর কোন অনিষ্ট করবো না।” * নারা। বোঁ, কাশীর কোন জিনিস তাল ? অন্ন। কেন কাশীর চিনি, পেয়ারা, বারাণসী শাড়ী,—একি কখন শোন নাই ? বউদের জন্তে কিছু কাপড় কিনে নিয়ে যাও, ছেলে মেয়ের বেতে, হলো পূজোটুজোর সময়ে, পোরে বরণ করবেন। নারা। এক আধ থানা হলে নিয়ে যেতাম, জান ত বিশ বস্তা নিয়ে গেলেও কুলিয়ে উঠতে পারব না । অন্ন। . আমি রান্না চাপাই, তুমি ভাই কাছে বোসে গল্প কর! আমি তোমার মুখে গল্প শুনতে বড় ভালবাসি। “আমি চট করে একবার বাহির হতে আসি ৷” বলিয়া নারায়ণ প্রস্থান করিলেন। তিনি বহিৰ্ব্বাটতে উপস্থিত হইয়া. দেখেন, সদাশিব

  • গঙ্গার স্লোতে কাশীর দিক্‌ ভাঙ্গে না ।

אצל