পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कांबै সেই পাপের ফল। অতএব এক্ষণে এক শিবমূৰ্ত্তি স্থাপিত করিয়া শিবের কাশী শিবকে প্রত্যুপর্ণ পূৰ্ব্বক পাপ হইতে মূক্ত হও।” দিবোদাস তৎপ্রবণে “যে আঙ্গে" বলিয়া ভূপালেশ্বর নামক এক শিব প্রতিষ্ঠা করিয়া কাশী পরিত্যাগ পূর্বক প্রস্থান করেন। সেই আদি-কেশবের প্রতিমূৰ্ত্তি অদ্যাপি ঐ মন্দিরের মধ্যে আছে। দেবগণ এখান হইতে কিছু দূরে যাইয়া দেখেন, এক ব্যক্তি রাস্তার ধারে বসিয়া “দোহাই বাবা, কাণাকে একটা পয়সা দে বাবা, আমি চারিদিন খেতে পাইনি বাবা” বলিয়া চীৎকার করিতেছে । ব্ৰহ্মার দয়ার উদ্রেক হওয়ায় নারায়ণকে কহিলেন “কাণাকে একটি পয়সা দেও।” নারায়ণ পকেট হইতে বাহির করিয়া পয়সা দিতে উদ্যত হইলে, বরুণ কহিলেন “কর কি ? ও কাণ নয় ; ঐপ্রকার মিথ্যা জুয়াচুরি করিয়া রোজগার করে ।” কাণ। না বাবা, আমি সত্যি সত্যি কাণ ৷ পয়সাটা দে বাবা, আমি সত্যি সত্যি কাণ । নারায়ণ কহিলেন “দেখি, তুই তাক দেখি, কাণা কি নাদেখি।” কাণ তৎপ্রবণে নয়ন উন্মীলন করিল। নারায়ণ কহিলেন “এ বেটা জুয়াচোরই বটে। তুই কাণ কইরে ? ঐ ত তোর চোকের তারা, পুতুল দেখা যাচ্চে ।” তখন সে ব্যক্তি ফিক ফিক করে হেসে পলাইল। যাইবার সময় বলিল “এ ব্যাটা আচ্ছা কান্থ বটে !” দেবতারা অবাক্ । “য় এ কি ! কাশীতে কি এইপ্রকার বদমায়েসদিগের আশ্রম।” বরুণ। পিতামহ ! কেদারনাথের মন্দির দেখুন। ব্ৰহ্মা। কেদারনাথের উৎপত্তির কারণ বল । বরুণ। এক খিচুড়ি-খেকো বামুন অত্যন্ত খিচুড়ি ভালবাসিত। এমন কি, প্রত্যহ তাহার খিচুড়ী না হলে আহার হইত না। লোকটা সিদ্ধপুরুষ ছিল। কেদারনাথের প্রতিও তাহার আস্তরিক ভক্তি ছিল। সে প্রত্যহ খিচুড়ি রেখে এখান হইতে কেদারনাথ তীর্থে যাইয়া নিবেদন করিয়া দিয়া তবে আহার করিত। একদিন অস্থখ বোধ হওয়ায় কিছু আহার করিল না, পরে অপরাহ্লে ক্ষুধার উদ্রেক হইলে চাটি চালে ডেলে চাপাইয়া দেয় এবং সিদ্ধ হইলে পাতে ঢালিয়া কাদিতে ১২৩