পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন কাদিতে বলে, “প্রভো কেদারনাথ অবেলায় তোমার নিকট যাইয়া যে নিবেদন করা হইল না ; ঠাকুর । এক্ষণে কি করে ইহা আহার করি ?” এই প্রকারে চক্ষু মুদিয়া কাদিতেছিল, হঠাৎ চক্ষু মেলে দেখে—খিচুড়ি জোমে পাথর হচ্ছে। তখন “হায় ! এ কি হ’লো” বলিয়া চীৎকার করিতে আরম্ভ করিল। এই সময় দৈববাণী হইল “আমি তোমার খিচুড়িতে আবিভূর্ত হইয়াছি, এজন্য উহা জমিয়া পাথর হইতেছে ; অদ্যাবধি আর তোমাকে কেদারনাথ তীর্থে যাইতে হইবে না ; এই পাথরের মধ্যেই আমি রহিলাম।” এখান হইতে দেবগণ একটি বাজারের মধ্যে উপস্থিত হইলেন এবং উভয় দিকের দোকানসমূহে স্তুপাকার বারাণসী শাড়ী, বিবিধবর্ণের ধুতি, উড়ানী, শাল, ফুলকাটা সতরঞ্চ, গালিচা, আসন, ঘটী, বাটী, হাতির দাতের চিরুণী দেখিতে দেখিতে চলিলেন। ব্ৰহ্মা একটি দোকান হইতে শালপাতে মোড়া এক ঠোঙ্গা নন্ত কিনিয়া লইলেন এবং ভাল কি না পরীক্ষার জন্য একটু লইয়া নাসিকায় দিলেন। নারায়ণ কহিলেন “দেখি, আমাকে একটু দিন ।” দেখা দেখি দেবরাজেরও ইচ্ছা হইল। তখন প্রত্যেকে নস্ত নাকে দিয়া হিচ দূর যা ” “হিচ দূর যা করিয়া হাচতে হাচতে রাস্ত দিয়া চলিলেন। এক স্থানে উপস্থিত হইয়া ইন্দ্ৰ কহিলেন “বরুণ, এ মন্দিরে কি প্রতিমূৰ্ত্তি আছে ?” বরুণ। জ্যেষ্ঠের্শ্বর শিব এবং জ্যৈষ্ঠ গৌরী নামে ভগবতীর প্রতিমূৰ্ত্তি আছে । ব্ৰহ্মা। এ মূৰ্ত্তি কে স্থাপিত করে ? বরুণ । দিবোদাসকে কাশী হইতে বিদায় করিয়া শিবের প্রত্যাগমনসময়ে তাহাকে সাদর সম্ভাষণ করিবার জন্য নারায়ণ এই স্থানে দাড়াইয়৷ অপেক্ষা করিয়াছিলেন এবং এই স্থানেই তাঁহাদের পরম্পর সাক্ষাৎ হইয়াছিল ; এই ঘটনা স্মরণ হইবার জন্য নারায়ণ স্বয়ং এই শিব ও ভগবতীর মূৰ্ত্তি সংস্থাপিও করেন । ইন্দ্র । কাশীতে আর কি আছে ? বরুণ । আছে বিস্তর ; যদি কিছুদিন বাস করিতে পার, আমি একে একে সমস্তই দেখাতে পারি। ১২৪