পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশী ব্ৰহ্মা। না, আর কাজ নাই। বরুণ, শীঘ্র শীঘ্ৰ কলিকাতায় নিয়ে চল ভাই, গঙ্গা দর্শন করে চরিতার্থ হই । আহা ! মাকে হাবড়ার নিকটে বেঁধেছে শুনে পৰ্য্যন্ত আমাতে আর আমি নাই ! “তবে চলুন, বস্ত্রাদি লইয়া বিদায় হয়ে আসি” বলিয়া বরুণ দেবগণের সঙ্গে বাসায় চলিলেন এবং যাইতে যাইতে এক স্থানে উপস্থিত হইয়া কহিলেন— “দেবরাজ, বীরেশ্বরের মন্দির দেখ ।” ইন্দ্র। এ শিব কে প্রতিষ্ঠা করে ? বরুণ। এক রাজপুত্র গণ্ডে জন্মে বলিয়া রাজা গণৎকারদিগের পরামর্শে পুত্রটিকে দুর্গাদেবীর নিকট ফেলিয়া দিয়া যান। দেবীর ডাকিনী যোগিনীগণ ঐ সন্তানটিকে লালন পালন করিয়া মানুষ করে। বালকটির জ্ঞানের উদ্রেক হইলে নিজ পিতা মাতার অন্বেষণে বাহির হয়, কিন্তু কুত্ৰাপি সন্ধান পায় না । তখন সে একমনে এক ধ্যানে শিবের আরাধনা করিতে থাকে । শিব সন্তুষ্ট হইয়া এই বর প্রদান করেন যে, অন্ত হইতে তোমার নাম বীর এবং তোমার প্রতিষ্ঠিত শিবের নাম বীরেশ্বর হইল। অপুত্ৰক ব্যক্তি এই শিবের পূজা করিলে পুত্রমূখ দেখিবে। দেবগণ বাসায় গিয়া দেখেন, সদাশিব চাকরের নিকট বাজারের হিসাব নিচ্চেন এবং 'কালকের যে পয়সা দুটো তোর কাছে জমা ছিল, তা কি কবুলি বলিয়া ভৃত্যটাকে ধমকাইতেছেন। তাহ দেখিয়া দেবরাজ চুপি চুপি বরুণকে বলিলেন “সদাশিব এখন আর আমাদের সে ভোলানাথ নহেন ; কাশীর জমিদারী পাইয় অবধি খুব সেয়ানা হইয়াছেন।” বরুণ । লোকে ঠেকে শিখে ; উহাকে ঠকাইতে ত কেউ কত্তর করে নাই। দেবগণ উপস্থিত হইলে নারায়ণ কহিলেন ‘ মেজদ, ভাতের দেরী কত ? “একটু বিলম্ব আছে। তোমরা ততক্ষণ স্নান করে জলটল খাও না” বলিয়া সদাশিব তৃত্যকে ‘দে রে, বাবুদের তেল এনে দে।" নারা। জলটল খেতে আর বিলম্ব লয় না, চাট্ট ভাত পেলেই খেয়ে এখান হতে প্রস্থান করি । শিব । বিলক্ষণ, এর মধ্যে কি যেতে দিতে পারি ! তোমরা এসে অবধি 》象帧