পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাণী যায়, যায়, তাহাতে ধনিগণ অন্নপূর্ণার নাম রক্ষার্থ অকাতরে অন্নদান করিয়া থাকেন ; স্বতরাং কেহ কখন অভুক্ত থাকে না। গলি খুজিতে অনেক শিবকে অতুক্ত থাকিতে হয়। এমন কি, তাহাদের মস্তকে দিনান্তে এক বিন্দুজল পড়ে কি না সন্দেহ । তবে মধ্যে মধ্যে শৃগাল কুকুরগণের দয়ার উদ্রেক হওয়ায় স্নানকাৰ্য্য সমাধা হইয়া থাকে। ব্ৰহ্মা । দেখ ! কাশী এসে পাপ করে ফাকি দিয়ে শিব হওয়া নয়। তার পর বল । বরুণ। প্রাতকাল ও সন্ধ্যার সময় প্রায় প্রত্যেক দেবালয়ে নহবৎ বাজিয়া থাকে। এখানে যে সমস্ত দুষ্টলোক বাস করে, তাহাদিগকে গুগু কহে । গুণ্ডারা দিবসেও হত্যা করিতে ক্ষাস্ত নহে। উহাদিগকে অর্থ দিয়া আদেশ করিলে অপরের প্রাণনাশ পৰ্য্যন্ত করিয়া থাকে। ম্যাজিষ্ট্রেট গবিন্স সাহেবের দ্বারা ইহাদের দৌরাত্মা কমিয়াছে। এখানে প্রসিদ্ধ মানমন্দির আছে। উহাতে সে সকল যন্ত্র প্রতিষ্ঠিত হইয়াছিল, তদ্বারা জ্যোতির্বিদগণ আকাশস্থ গ্ৰহ নক্ষত্রাদির গণনা অতি সহজেই করিতে পাবিতেন । কিন্তু যেগুলিব হনযোগ্য, তৎসমৃদয়ই বিলাতে প্রেরিত হইয়াছে। পুরাকালে হিন্দুর জ্যোতির্বিষ্ঠা বিষয়ে যে কতদূর উন্নতিলাভ করিয়াছিলেন, মানমন্দিরই তাহার প্রমাণ। জয়পুরের মহারাজ মানসিংহ একজন জ্যোতির্বিদ ছিলেন, তিনিই ইহা মনোমত করিয়। নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । ব্রহ্মা । কাশীর প্রধান প্রধান লোকের জীবনচরিত বল । বরুণ। পণ্ডিত বাপুদেব শাস্ত্রী সি, আই, ই, একজন প্রধান লোক। ইনি ১৮২১ সালে পুনায় জন্মগ্রহণ করেন। ইনি বাল্যাবস্থায় বেদশিক্ষা করেন এবং ১৩ বৎসর বয়ংক্রমকালে সংস্কৃত শিক্ষা করিতে আরম্ভ করেন ও সংস্কৃত ভাষায় বিলক্ষণ পারদর্শিতা লাভ করিলে বারাণসীর সংস্কৃত কলেজের অধ্যাপক নিযুক্ত হন। ১৮৫৩ সালে ইনি হিন্দীভাষায় বীজগণিত পুস্তক প্রণয়ন করিলে তদানিন্তন লেপ্টেনাণ্ট গবর্ণর ইহাকে দুই হাজার টাকার খেলাত প্রদান করেন। ইনি আরো অনেক পুস্তক প্রণয়ন করিয়াছিলেন। ইহার প্রণীত বীজগণিত দ্বিতীয়ভাগ প্রচারিত হইলে এলাহাবাদের দরবারে হাজার টাকা নগদ ও একজোড়া শাল পারিতোষিক প্রাপ্ত হন। צליל