পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন এখানকার মিত্রপরিবারও প্রসিদ্ধ। ইহার কলিকাতার কুমারটুলির মিত্রবংশোদ্ভব । অনেন্দময় মিত্র পারিবারিক বিবাদ বশত: বারাণসীর মধ্যস্থ চৌখাম্বা নামক স্থানে আসিয়া বাস করেন। ইনি রাজসাহীর কালেক্টরীর দেওয়ান থাকায় অনেক টাকা উপার্জন করিয়াছিলেন । এবং কাশীতে মহারোহে দোল দুর্গোৎসৰ করিতেন। ইহার পুত্রের নাম রাজেন্দ্র মিত্র। ইনি রাজহাট হইতে বারাণসী পর্যন্ত সাড়ে আট বিঘা জমি গ্রাগুট্রাঙ্ক রোড নিৰ্ম্মণার্থ গবৰ্ণমেন্টকে দান করেন । ইহার দান দর্শনে সন্তুষ্ট হইয়। গবর্ণমেণ্ট ইহাকে পাস্কি প্রভৃতি সাতটি দ্রব্য খেলাত দিয়াছিলেন। ১৮৫৬ সালে ইহার মৃত্যু হয়। ইহার জ্যেষ্ঠপুত্রের নাম গুরুদাস ও কনিষ্ঠ পুত্রের নাম বরদাদাস মিত্র। গুরুদাস মিউটিনির সময় গবর্ণমেণ্টকে সাহায্য করায় দুই হাজার টাকা খেলাত পান। বরদা বাবুও অত্যন্ত দাতা । ইহারা দুইভাই হাজার টাকা এলাহাবাদ কলেজে, ছয় হাজার টাকা প্রিন্স অব ওয়েলসের শুভাগমনের স্মরণার্থে, ৫• •, শত টাকা রাজসাহীর ফেমিন রিলিফ ফণ্ডে এবং অনুন হাজার টাকা দরিদ্রদিগের সাহায্যার্থে দান করিয়াছেন । রাজা শিবপ্রসাদ সি, এস, আই । ইনি একজন প্রসিদ্ধ লোক । ইহার পিতার নাম গোপীচাদ, ইনি মুরশীদাবাদের জগৎ শেঠের বংশীয়। ইনি বেনারস কলেজে বিদ্যা শিক্ষা করেন এবং ১৭ বৎসর বয়ঃক্রমকালে ভরতপুরের মহারাজার উকীল নিযুক্ত হন । যখন শিখযুদ্ধ আরম্ভ হয়; রাজা ফিরোজপুরে ফরেন ডিপার্টমেন্টের নায়েব মির মূনদী পদ প্রাপ্ত হন । ইহার পর ইনি সিমলা এজেন্সীর মির মুনসী পদ প্রাপ্ত হন । ইহার পর ইনি গভর্ণমেণ্টের অধীনে জয়েন্ট ইনস্পেক্টর অব পাবলিক ইনষ্ট্রাকৃসন ডিপার্টমেন্টের ইনস্পেক্টর হন। পরে ইনি ফুল ইনস্পেক্টর পদ প্রাপ্ত হন। এক্ষণে ৩০ বৎসর কৰ্ম্ম করিয়া বার্ষিক ৫• • • হাজার টাকা পেনসন পাইতেছেন। এবং গবর্ণমেণ্ট কর্তৃক রাজা উপাধি প্রাপ্ত হইয়াছেন। দেবগণ ষ্টেশনে যাইয় দেখেন দেখেন টিকিট দিবার ঘণ্টা দিতেছে। বরুণ কহিলেন “নারায়ণ, ব্যাগ খুলে টাকা দাও, টিকিট কিনে আনি।” শিব। এ গাড়ী কলিকাতায় যাবে না, তথা হইতে আসিতেছে ; এলাহাবাদে যাইবে । אס\ל