পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- মিরজাপুর গোলাপ ফুলের বাগান আছে। লোকে কৌশলে পুপ হইতে স্বগন্ধ বাহির করিয়া গোলাপ জল ও গোলাপের আতর প্রস্তুত করে। গাজিপুরের স্থায় গোলাপজল ও আতর পৃথিবীতে কুজাপি প্রস্তুত হয় না। এখানে চিনির কুঠি আছে।” যমুন্যের আলপ্ত আছে, বিশ্রাম আছে এবং ক্ষুধাতৃষ্ণা আছে ; কিন্তু বাষ্পীয় শকটের কোন বালাই নাই। সে অবিশ্রাস্ত উদ্ধশ্বাসে ছুটিতে লাগিল এবং কয়েকটা ষ্টেশন পশ্চাতে ফেলিয়া বকসারে আসিয়া দেখা দিল । ইন্দ্র । বরুণ, এ স্বন্দর ষ্টেশনটির নাম কি ? বরুণ। এ স্থানের নাম বকসার । বকসারের কেরা বড় বিখ্যাত। এস্থানে অনেকগুলি যুদ্ধ হয়। বকসারের দ্বিতীয় যুদ্ধে ষে সখি হয়, তাহাতে সম্রাট স৷ আলম কোরা, এলাহাবাদ ও দোয়াব, হুজাউদ্দৌলা অযোধ্য, এবং ইংরাজের বঙ্গ, বেহার ও উড়িয়া প্রাপ্ত হন। এখানে নবাব কালিম আলি খাঁর বাসস্থানের ধ্বংস+ বশেষ অস্থাপি দেখিতে পাওয়া যায়। এই স্থানেই বিশ্বামিত্রের তপোবন ছিল । শ্রীরামচন্দ্র হরধস্থ ভঙ্গ করিয়া সীতাদেবীর পাণিগ্রহণ করিতে যাইবার সময় ঐ তপোবনে বাস করেন। পরে এখান হইতে মিথিলা যাইবার কালে পথিমধ্যে ছাপরার সন্নিকটে গৌতমের তপোবনে উপস্থিত হইলে উক্ত ঋষিপত্নী অহল্যা র্তাহার পদম্পর্শে পাষাণদেহ পরিত্যাগ করিয়া মকুন্যদেহ প্রাপ্ত হন। ব্ৰহ্মা। গৌতমভাৰ্য্যার পাষাণী হইবার কারণ কি ? দেবরাজ এই কথা শ্রবণে গা টিপিয়া এবং চক্ষু দ্বারা ইঙ্গিত করিয়া জানাইলেন: —চেপে যাও । কিন্তু নারায়ণ বারংবার জেদ করিতে লাগিলেন। ব্ৰহ্মা। বরুণ ! কি কারণে অহল্যা পাষাণী হন ? ; বরুণ। গৌতমভাৰ্য্যা অহল্যা অদ্বিতীয় স্বন্দরী ছিলেন। আমাদের রাজাধিরাজ মহারাজ লীল শ্ৰী সেইরূপে মুগ্ধ হইয়া সামান্ত ব্রাহ্মণ-বেশে গৌতম-সন্নিধানে উপস্থিত হইয়া ছাত্র হন এবং গোপনে ঐ সতীকে প্রলোভন দেখাইয়া অসতী । করিবার চেষ্টা পান । নারায়ণ । তা না হলে গুরুদক্ষিণ দেওয়া হয় কৈ ? বরুণ। সতীর মন চঞ্চল কর, সতীকে প্রলোভনে বশ করা দেবের অসাধ্য ; অতএব দেবরাজ তাহাতে বিফল মনোরথ হইয়া অন্ত উপায় অবলম্বন করিলেন । গৌতম প্রতিদিন প্রাতঃস্নান করেন দেখিয় তিনি একদিন রজনী থাকিতে আসি৷ Yoo به قسسR)