পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন করে, তাহার পরলোকগত ৫৬ কোটি পুরুষ মুক্ত হন। অতএব অগ্রে আমি গয়া করিব। এখান হইতে কি উপায়ে যাওয়া যায় ? বরুণ । আজে, ট্রেণে । চৌবে পাও। বাবা, রামকিশোন সাড়ে তিন ভাই, ভুলিও মৎ। “চল ট্রেণে যাই” বলিয়া দেবগণ ষ্টেশনে যাইয়া ট্রেণে আরোহণ করিলেন । ট্ৰেণ শস্তপূর্ণ ক্ষেত্র সঞ্চলের মধ্য দিয়া গয়া অভিমুখে ছুটিতে লাগিল। চৌবে পাণ্ডার “বাবা, রামকিশোন সাড়ে তিন ভাই ভুলিও মৎ।" বলিয়৷ চিৎকার করিতে লাগিল । ব্ৰহ্মা। বরুণ, ওরা কি বলে ? বরুণ। এ ব্যক্তি বৃন্দাবনের চৌবে পাও । ইহারা চারি ভ্রাতা তন্মধ্য একজনের বিবাহ হয় নাই। যাহার বিবাহ হয় নাই, তাহাকে উহারা অৰ্দ্ধ গণনা করে এবং ঐমত অংশ দেয়। উহাদের দৃঢ় বিশ্বাস আছে, যাত্রিগণ গয়া প্রভৃতি তীর্থ করিয়া পরিশেষে বৃন্দাবনে যাইবে ; এজন্য চারি ভ্রাতার মধ্যে তিন জনে ভিন্ন ভিন্ন স্থানে উপস্থিত থাকিয়া যাত্রীদিগকে এইপ্রকার কহিতেছে। আর একজন মথুরা ষ্টেশনে দাড়াইয়া “রামকিশোন সাড়ে তিন ভাই” এই শব্দে বারংবার চিৎকার করিতেছে । যাত্রীরা সেই শব্দ অনুসারে ইহাঙ্গের কথা স্মরণ হওয়ায় তাহাকেই পাগু নিযুক্ত করিয়া থাকে । ট্রেণ অপরাহ্লে গয়া ষ্টেশনে যাইয়া উপস্থিত হইল। বরুণ কহিলেন, “গয়াতে চৈত্রমাসে মধুগয়া ও ভাদ্রমাপে সিংহগয়া করিবার জন্য বিস্তর যাত্ৰী আসিয়া থাকে।” তাহারা গয়ালীদিগের ফন্ধতীরস্থ একটি ভাড়াটে বাটিতে বাসা পাইলেন এবং হবিষ্ক্যাদি করিয়া রজনীতে সকলে শয়ন করিয়া গল্প করিতে লাগিলেন । ইন্দ্র । বরুণ ! গয়ার উৎপত্তির কারণ বল। বরুণ। ত্রিপুরাস্বরের পুত্র গয়াস্কর এক সময়ে ব্রহ্মার তপস্যা করিয়া অমরত্ব প্রাপ্ত হন। তিনি নিজ পিতার মৃত্যুর প্রতিফল দিবার জন্য শঙ্করের সহিত যুদ্ধযাত্রা করিয়া তাহাকে পরাস্ত করেন। সদাশিব পরাস্ত হইয়া কৌশলে গয়াস্বরকে নারায়ণের সহিত যুদ্ধ করিতে পাঠান। নারায়ণ Astee