পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন পিণ্ডাৰ্পণ করেন। পরে তাহার প্রত্যাগমন-সময়ে তৎকৃত পাৰ্ব্বণশ্রাদ্ধের ব্রাহ্মণ “আমরা কি কাজ করিব, তদাজ্ঞা প্রচার করুন”। প্রজাপতি তৎপ্রবণে কহিলেন, “তোমরা অন্ত হইতে এই গয়া তীর্থের ব্রাহ্মণ হইলে। তীর্থযাত্ৰিগণ স্কুল চন্দন দিয়া তোমাদিগের পাদপদ্ম পূজা না করিলে সফলকাম হইবে না।” সেই সাতজন ব্রাহ্মণ গয়ালী গুরু নামে প্রসিদ্ধ। বর্তমান কুলাঙ্গারেরা সেই সপ্ত গয়ালী গুরুর বংশধর । এই সময়ে এক অল্পবয়স্ক বিধবা আসিয়া গয়ালী গুরুর পা পূজান্তে চৌদ্ধ জানার সুফল চাহিল। কিন্তু গয়ালী গুরু কহিল, *১৪ টাকা ব্যতীত তোমার পিতা মাতাকে স্বর্গে পাঠাইতে পারি না।” বালিকা কত কালি, পায়ে ধরিল ; কিন্তু কিছুতেই তাহারা স্বীকার পাইল না। ব্ৰহ্ম । বরুণ ! বালিকা অত কাদিতেছে কেন ? ও কেন সুফল না লইয়। চলিয়া যাইতেছে না ? বরুণ । আছে, উহাদের মনে দৃঢ় বিশ্বাস আছে—গয়ালী গুরুকে সন্তুষ্ট করতে না পারলে গয়ায় আসা বৃথা হল, পিতা মাতাকে স্বর্গে পাঠান হল না। *. নারা । আহা! পিতামহ কি অদ্ভূত জানোয়ারই স্বাক্ট করেছেন। আমার আশা হচ্চে, পাছে আবার এবারকার কুশগুলো চেগে উঠে, ঐ প্রকার না श् । ইন্দ্র। আচ্ছ, উহাদের এইপ্রকার অত্যাচারের দরুণ রাজা কেন সাজ দেন না ? : - বরুণ । ইংরাজরাজের প্রতিজ্ঞা আছে, প্রজার ধৰ্ম্ম বিষয়ে হস্তার্পণ করিবেন না । ' ব্ৰহ্মা। ইহাদের রাজ্য অক্ষয় হউক ! এরূপ বিষয়ে হস্তীৰ্পণ করায় আমি তত দোষ দেখিতেছি না। এদিকে বালিকা পা ধরিয়াই কাজিতেছে। কিছুতেই পাষগুদিগের দয়ার সঞ্চার হইতেছে না। অপরাপর যান্ত্ৰিগণ, বিশেষত: বালিকার স্বগ্রামবাসী যাত্ৰিগণ অনেক অস্থায় বিনয় কবির তাহার অবস্থা বিশেষ করিয়া বলায় ৫ টাকা মূল্যের স্বফল পাইল । s এই সময়ে পূৰ্ব্বপরিচিত মাতালজয় । গোলাপী বোর সহিত আসিয়া H ab.