পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিরজাপুর উপস্থিত হইল। গোলাপী চরণ পূজান্তে করজোড়ে দণ্ডায়মান হইবামাত্র গয়ালীদিগের কর্তৃক তাহার হস্ত পুপমালায় বন্ধনদশা প্রাপ্ত হইল। গয়ালী গুরু গোলাপীর গাত্রের স্বর্ণাভরণ দেখিয়া ৫০০ টাকার স্বফল কিনিতে কহিলেন । “অত টাকা কোথায় পাইব” বলিয়া গোলাপী চরণ ধরিয়া রোদন আরম্ভ করিল। গোলাপীকে পায়ে ধরিতে দেখিয়া লম্পটের মহা দুঃখিত। একজন ভেউভেউ করিয়া কাদিয়া ফেলিল । অপর একজন কহিল “বাবা গোলাপ ! পা ছাড়, লক্ষ্মী ধন আমার ! পা ছাড়, তোমার কোন পুরুষে কার পায়ে ধরেছে ? লোকেই তোমার পায়ে ধরে।" মাতাল তিনজন পরামর্শ করিল, “এস, গোলাপকে তুলে আমরা গুরুজীর পায়ে ধরে স্বফল আদায় করি । কারণ, আমাদের পায়ে ধরা অভ্যাস আছে।” তাহাদের যে-কথা, সেই কাজ ; বেগুটিাকে তফাতে টানিয়া রাথিয়া এসে, গয়ালী গুরুর পদ দুইটি দৃঢ়ৰূপে ধারণ করিয়া “স্বফল দে বাবা ! এমন স্বফল দে, যেন-মদের মুখে ভাল চাট হয়” বলিয়া মাথা কুটিতে লাগিল। মদের গন্ধে গুরুজীর অন্নপ্রাশনের অন্ন উঠিবার উপক্রম হইল। তিনি যে পলাইবেন, সে সামর্থ্যও নাই ; তিনজনে শক্ত করিয়া পা দুখানি ধরিয়া আছে । তিনি নাসিকায় বস্ত্র দিয়া বেখাকে কহিলেন, “মা ! তোমার সস্তানগণকে উঠাইয়া লও, এবং যা খুসি হয় দিয়া স্বফল লইয়া প্রস্থান কর।” বোতংশ্ৰবণে হাসিতে হাসিতে আসিয়া দুই টাকার সুফল লইল এবং লম্পটত্রয়কে কহিল, “তোরা ওঠ, আমি স্বফল পেয়েছি।” তাহারা “কই” বলিয়া দেখিতে চাহিল এবং দেখিতে ন পাইয়া আবার মাথা কুটিতে লাগিল । এইবার মাথা কুটিতে কুটিতে একব্যক্তি গুরুজ্জীর ঐপাদপদ্মে বমি করিয়া ফেলিল। গুরুজী পলাইবার চেষ্টা পাইলেন, তথাপি তাহারা ছাড়িল না। অবশেষে পুলিস ডাকিয়া নিষ্কৃতি লাভ করিলেন । দেবগণ চাহিয়া দেখেন-পিতামহ নিকটে নাই । তিনি দ্রুতপদে একদিকে ছুটিয়া পলাইতেছেন। তদৃষ্টে তাহারাও ফ্ৰত যাইয়া তীহাকে ধরিলেন এবং কহিলেন, “ঠাকুরদ্ধা ! কোথায় যাচ্ছেন ?” ব্ৰহ্মা। তাই, যেখানে বেণ্ডার দান গ্রহণ করিয়া স্বফল দেয়, সেখানে এক t) ssسسہ C.R