পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাটন। বরুণ কহিলেন, “পিতামহ ! এস্থানের নাম বাকীপুর। পাটনা, বাকীপুর, দানাপুর পরম্পর সংলগ্ন। এজন্ত এই তিন স্থানকে এক নগর বলা যাইতে পারে। বাঁকীপুরের পশ্চিম অংশকে দানাপুর এবং পূৰ্ব্বাংশকে পাটনা কহে। পাটনা দুই খণ্ডে বিভক্ত, নূতন পাটনা এবং পুরাতন পাটনা । নগরটি অত্যন্ত প্রশস্ত, দৈর্ঘ্যে ষোল মাইল হইবে ; কিন্তু প্রন্থে এক মাইল হইবে কি না সন্দেহ । পুর্ণাদিতে এই পাটনার বিশেষ উল্লেখ আছে। ইহার প্রাচীন নাম পাটলিপুত্র। পাটলিপুত্র হিন্দু রাজাদিগের রাজধানী ছিল। মগধের রাজারা এই স্থানেই রাজ্য করিতেন।" . ইন্দ্র । কোন হিন্দু রাজা এখানে রাজ্য করিয়াছেন? বরুণ । নন্দ, চন্দ্রগুপ্ত এবং অশোকের এই রাজধানী ছিল । এই স্থানেই স্ববিখ্যাত নন্দবংশের অভিনয় হয়। এই স্থানেই স্বপ্রসিদ্ধ চাণক্য পণ্ডিত র্তাহার রাজনীতিজ্ঞতার ও অধ্যবসায়শীলতার পরিচয় প্রদান করেন, এবং এই স্থানেই নন্দবংশের অমুরক্ত মন্ত্রী রাক্ষসও একসময়ে চাণক্যের বুদ্ধির নিকট পরাজয় স্বীকার করেন। নারা। কোন চাণক্য ? দাতাকৰ্ণ নামক পুস্তকে যে চাণক্যের শ্লোক দেখিতে পাওয়া যায়, ইনি কি সেই মহাপুরুষ ? বরুণ। ই ভাই, অনেকে বলে ইনিই তিনি ! দেখুন পিতামহ, এই পাটনা নগরেই মহাবীর ভীমসেন জরাসন্ধের প্রাণ সংহার করেন। এই স্থানেই বৌদ্ধদিগের প্রাদুর্তাব হয়। মুসলমানদিগের রাজত্বকালে পাটনা বেহারের রাজধানী ছিল। তখন বেহার প্রদেশের স্ববেদারগণ এই স্থানেই বাস করিতেন । সেই সময় হইতে হিন্দু ও মুসলমানদিগের রাজত্বকালে পাটনা বেহারের রাজধানী ছিল। সেই সময় হইতে হিন্দু ও মুসলমান ভাষা এক হইয়া যায়। পাটনার অপর নাম আজিমাবাদ হইয়াছে। দেবতারা কিছুক্ষণ বিশ্ৰাম করিবার পর নগর ভ্রমণে বহির্গত হইলেন। ७षांम श्रउ cश्वर्ण१ ककबबांश cनषिाउ यांन । महे फेछांप्न बाॉज, उद्दक প্রভৃতি কয়েকটি পণ্ড, এবং জলাশয়ে একজাতীয় রক্তবর্ণের মৎস্ত তালির »ፃ »