পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন বেড়াইতেছে । দেবগণ বাগানটি দেখিয়া বিশেষ আনন্দানুভব করিলেন । এখান হইতে যাইতে যাইতে ব্ৰহ্মা একস্থানে উপস্থিত হইয়া কহিলেন, “বরুণ! সম্মুখে ওটা কি ?” বরুণ । জেলখানা অর্থাৎ ইংরাজ-রাজের কৃত নরক পাপীরা যেরূপ পাপ করে, তাহান্ধের সেইরূপ সাজা এই নয়কেই হয়। পাপের তারতম্য অমুসারে কেহ নরকে বসিয়া পাথর ভাজিতেছে, কেহ বা চক্ষে ষ্টুলি দিয়া ঘানিকলে ভৈল ৰাহির করিতেছে। নারা । এখানে একবার, যমালয়ে একবার, দুইবার করিয়া কি পাপীদিগের দ্বও হয় ? বরুণ । না ভাই ! এইখানেই পাপ-পুণ্যের সাজা হয়। তবে যাহার অর্থাদি ঘুম দিয়া পাপ হইতে এড়াইয়া যায়, তাহাম্বেরই দ্বও যমালয়ে হইয়া থাকে। পিতামহ। ওদিকে দেখুন ডাক-বাঙ্গাল। আমাদের মত পথিক সাহেবরা ঐ স্থানে আসিয়া বাস করে। পয়ল-ব্যয় করিলে তাহারা উপযুক্ত শয্যা, আহার এবং গৃহাদি প্রাপ্ত হয় । নারা । বাঙ্গালীদের ডাক-বাঙ্গালা আছে ? বরুণ । আছে বই কি ! তাহাদের যেমন পোড়া কপাল, তেমনি ডাকবাঙ্গালার নাম হচ্চে হোটেল । খানা— পোড়া ভাত । শয্য+—ছেড়া চট । ওদিকে ব্যাঙ্ক, ঐখানে টাকার বিনিময়ে কাগজ বিলি হয়। সম্মুখে কমিশনারের কাছারি ও ডাকঘর। আর ওদিকে ঐ অত্যুচ্চ গোলাঘর দেখা যাইতেছে। ব্ৰহ্মা। উঃ গোলাঘরটা তো কম উচু নয়। চল দেখে আসি। দেবতারা গোলাঘরের সন্নিকটে যাইয়া উপস্থিত হইলে বরুণ কহিলেন, “এই গোলাঘরের অপর নাম গাষ্টিন্স ফলি। বেহার প্রদেশে বহুকাল ব্যাপিয়া ছৰ্ভিক্ষ হয় বলিয়া শস্ত সঞ্চয় করিয়া রাখিবার জন্ত গাষ্টিন্স সাহেব বহু অর্থ ব্যয়ে ১৮৮• জন্ধে এই গৃহটা নিৰ্মাণ করান। প্রচুর অর্থব্যয়ে নিৰ্মাণ করা হয় অথচ কোন কাজে আসে না, এই জন্ত লোকে ইহাকে গাষ্টিন্স ফলি অর্থাৎ গাষ্টিন্সের নির্ব ছিঙা কহিয়া থাকে। ইহা ১১ ফুট উচ্চ। উপরে উঠিবার জন্য ১৪•টি ধাপ-বিশিষ্ট লিড়ি আছে। নেপালের রাজমন্ত্রী জঙ বাহাদুর এক সময় অশ্বারোহণে ঐ লিড়ি দিয়া উপরে উঠিয়াছিলেন দেখিয় লোকের ক্ষুস্থির হইয়াছিল। অনেকে ঐ $१३