পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"দেবগণের মর্ত্যে আগমন সহিত এবং পাজাম পায়ের সহিত এরূপভাবে সংলগ্ন হুইয়া আছে যে, দেখিলে বোধ হয় দরজীতে কাপড় চুরি করিবে এই আশঙ্কার গাত্রের মাপ না দিয়াই ঐ প্রকার সেলাই করান হইয়াছিল অথবা মহাবীর কর্ণের স্কায় সূর্বপ্রদত্ত বৰ্ম্ম সহিতই মাতৃগর্ত হইতে ভূমিষ্ঠ হইয়াছিলেন। w নারা । বরুণ ! বেহারে এত বাঙ্গালী কেন ? বরুণ। অনেকের পিতা এখানে বিষয়কৰ্ম্ম উপলক্ষে বাদ করিতেছেন । জার অনেক ছেলে দ্বিতীয় বিভাগে পাস হইয়া ছাত্রবৃত্তি পাইবার আশাৰ আসিয়াছে। ইন্দ্র । বাঙ্গালায় কি ছাত্রবৃত্তি নাই ? বরুণ । আছে, কিন্তু বেহারবাসীদিগকে উৎসাহ দিবার জন্য এ-প্রদেশে কিছু বেশী পরিমাণে দেওয়া হইয়া থাকে । দুঃখের বিষয়, বৃত্তিগুলির মধ্যে প্রায় সমস্তই বাঙ্গালী বালকগণ লইয়া যায় । * দেবগণ এখান হইতে এমামবাড়ীর সন্নিকটে উপস্থিত হইলে বরুণ কহিলেন, “এই স্থানে মহরমের সময় বড় ধুমধাম হইয়া থাকে ; তখন মুসলমানের "হাসেন হোসেন” শব্দে এমন জোরে বুক চাপড়ায় ও লাঠি ভরোয়াল খেলে যে, দেখিলে অবাক হইতে হয়। ওদিকে দেখুন কবরস্থান । ঐ স্থানে অনেকগুলি জলের ফোয়ারা আছে।” এই বলিয়া সকলে গুলজারবাগে যাইয়া যে দিকে চাহেন, দেখেন— শত শত লোক কাঠের বাক্স প্রস্তুত করিতেছে । ব্ৰহ্মা। বরুণ ! এই সমস্ত কাঠের বাক্সে কি হইবে ? বরুণ। চীনদেশের সর্বনাশের জন্য ইহার মধ্যে আফিং চালান হইবে । পিতামহ, আপনি বেছে বেছে এমন দ্রব্যও স্বষ্টি করেছিলেন ! ব্ৰহ্মা। ওদিকে ঐ বহুদূরবিস্তৃত একতালা কোঠায় কি হয় ? আর উহাতে অত শাস্ত্রী পাহারাই বা কেন ? বরুণ । ঐ হচ্চে আফিংয়ের গুদাম । ঐখানেই মাল আমদানী হয়ে জমে। চলুন, ভিতরে প্রবেশ করিয়া দেখাইয়া আনি। দেবগণ গুদামঘরে প্রবেশ করিয়া চাহিয়া দেখেন-কাটরায় ভাল তাল আফিং

  • এক্ষণে বৃত্তিগুলি নূতন নিয়মে বিভাগ করিয়া দিবার বন্দোবস্ত হইয়াছে।

3*够