পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন কালীমূৰ্ত্তি—সামান্ত একটি মন্দিরমধ্যে আছেন। বরুণ কহিলেন, “পিতামহ । ইহঁরই নাম হইতে পাটনা নাম হইয়াছে। বেতিয়াৰ মহারাজ এই বাড়িটি প্রস্তুত করিয়া দিয়াছেন।” ইন্দ্র। বরুণ! ওটা কি ? বরুণ ৷ এমামবাড়ী । নারা। কত এমামবাড়ী ? বরুণ। মুসলমান শহর, বেশী এমামবাড়ী হইবে না? এই সময় এক বৃদ্ধ মুসলমান যাইহন্তে কঁাপিতে কঁাপিতে আসিয়া ব্ৰহ্মাকে কহিল “চাচা। গেলাম গে৷ ” ব্ৰহ্মা। কে তুমি ? মুসলমান। আজ্ঞে, তুমিও যে, আমিও সে । তুমি হিছর দেবতা ব্রহ্ম, আমি মুসলমান-দেবতা পীর পয়গম্বর। নারা । তোমার এ-দশা কেন ? পয়গম্বর । তোমাদেরও যেই দশা, আমারও সেই দশা । দেখ, তোমরা এক সময় এই পাটনায় কত সমাদরের সহিত পূজা পাইয়াছ, আর আঙ্গ সামান্ত বেশে পাটনার রাস্তায় রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছ। আমিও একদিন এখানে যথেষ্ট পূজা পেয়েছি। আর আজ সামান্য বেশে কবর হাতড়ে বেড়াচ্চি। তবে তোমাদের অপেক্ষ আমি অনেকটা স্বর্থী। কারণ তুমি তোমাদের নদ, চন্দ্রগুপ্ত প্রভৃতি যে কোথায় হ’ল আর কোন স্থানেই বা মোলো তার কোন চিহ্নও দেখিতে পাইতেছ না ; আমি কবর হাতড়ে তবু জানতে পাচ্ছি “অমুক, অমুক কবরে চিরনিদ্রায় অভিভূত আছেন।” নারা। পয়গম্বর, স্বর্থী কে ? পয়গ । যীশু । ব্ৰহ্মা । দেখ পয়গম্বর ! অপরের মুখ দেখে তোমার দুঃখ করা উচিত নহে । দেব দানব মনুষ্য প্রভৃতি কেহই চির-সুখ ভোগ করিতে পায় না। আমাদের মুখের দিন অতীত হইয়া আজ যীশুর স্বখের দিন উপস্থিত । তাহার মুখ দেখে ছুঃখ করা দেবোচিত কার্য নহে। - এখান হইতে দেবগণ একটি চকের মধ্যে যাইয়া দেখেন—প্রত্যেক দোকানেই שר צ