পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাটনা कर#ब cषणना ७ ८कौफ़ थच्उ श्रेब्रा क्ङ्गिइ श्रडxछ् । ॐांशद्रा ७क िशंख्या চিকিৎসালয়ের সন্নিকটস্থ গির্জার নিকট উপস্থিত হইলেন এবং তথা হইতে সকলে রামনারায়ণের কেল্লা দেখিতে চলিলেন। তথায় উপস্থিত হুইয়া বরুণ কহিলেন “দেখ দেবরাজ ! ইহাকেই লোকে রামনারায়ণের কেল্লা কহে । এই কেল্লা-মধ্যে এক সময়ে নবাব মিরকাসিমের আজ্ঞায় সমরু কর্তৃক ১৫০ জন ইংরাজ হত্যা হইয়াছিল। এস্থান হইতে প্রায় অৰ্দ্ধ ক্রোশ দূরে ইংরাজদ্বিগের পুরাতন কবরস্থান। ঐ স্থানে সাদা ও কাল পাথরে নিৰ্ম্মিত ১৩০ ফুট উচ্চ একটি স্তম্ভ আছে।” এখান হইতে সকলে মারুগঞ্জের মধ্যে গিয়া দেখেন মানাস্থান হইতে নানাপ্রকার , শস্ত বোঝাই গো-শকট সকল আসিয়া উপস্থিত হইতেছে । প্রত্যেক 'দোকানঘরে লবণ, ছোলা, মসিন এবং জনার পর্বতাকারে সাজান রহিয়াছে । বরুণ কহিলেন, “পিতামহ । এই স্থানের নাম মারুগঞ্জ । পাটনার মধ্যে মারুগঞ্জই প্রসিদ্ধ বাণিজ্যের স্থান ।” ইন্দ্র। বরুণ! পাটনার যাবতীয় গৃহই প্রায় কাষ্ঠ নিৰ্ম্মিত কেন ? আর কি কারণেই বা গৃহাদিতে গবাক্ষাদি দৃষ্ট হইতেছে না ? বরুণ। এখানে কাষ্ঠ খুব সস্তা, এজন্ত প্রত্যেক বাড়িই কাষ্ঠে নির্মিত । বেহারবাসীরা গৃহে জানালাদি রাখে না। কিসে স্বাস্থ্যরক্ষা হয়, ইহারা তাহ জানে না। ইহারা মিউনিসিপাল ট্যাক্স দেয়, অথচ ট্যাক্স কেন দেওয়া হয়, তার অর্থ পর্যস্ত অবগত নহে। আমি আপনাদিগকে পাটনার কোন গলির মধ্যে লইয়া যাইতে সাহস করিতেছি না ; কি জানি পাছে পচা গন্ধে বর্মী করিয়া বসেন। পাটনার লোক এমন দুর্বল যে, মিউনিসিপ্যালিটির নিকট নিজ দুঃখ জানাইয়া সে দুঃখ দূর করিয়া লইবারও চেষ্টা করে না। এখান হইতে কিছু দূরে যাইয়া ইন্দ্র কছিলেন “বরুণ! সম্মুখে ও মন্দিরটি कि ?” বরুণ । উহার নাম হরমন্দির। এই মন্দিরটি রণজিৎ সিংহ নিৰ্ম্মাণ করান। মন্দিরমধ্যে গুরুগোবিদের পাদুকা ও গ্রন্থ আছে। তাহার ভক্তমাত্রেই সেই গ্রন্থ পাঠে অধিকারী । ইন্দ্র। গুরুগোবিন্দ্ব কে ? - বরুণ । ইনি শিখবিগের একজন গুরু। শিখের তাহার নিকটে ধৰ্ম্মপদেশ כר צ