পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মৰ্ত্তে আগমন ও তৎসহ যুদ্ধবিদ্যা শিক্ষা করে। গুরুগোবিন্ধ পাটনা নগরেই জন্মগ্রহণ করেন । তাহার ইচ্ছা ছিল, মুসলমানধৰ্ম্মে উচ্ছেদ করিবেন। w এখান হইতে দেবগণ ষ্টেশনে যাইয়া উপস্থিত হইলে বরুণ কছিলেন “পিতামহ ! দানাপুর দেখিবেন কি ?” ব্ৰহ্মা। সেখানে কি আছে ? বরুণ। দানাপুরেই ইংরাজদিগের সৈন্তশালা। তথাকার বারিক বড় বিখ্যাত। ঐ স্থানে অনেক চামার বাস করে । তাহার “নানাপুরে জুতা" নামে একপ্রকার জুতা প্রস্তুত করে। i ব্ৰহ্মা। না ভাই, কলিকাতায় নিয়ে চল । - নারা। বরুণ ! এবার আমরা কোথায় গিয়া বিশ্রাম লইব ? বরুণ। জামালপুরে। ঐ স্থানে রেলওয়ের অনেকগুলি অফিস আছে। এই সময়ে টিকিট দিবার ঘণ্টা দেওয়ায় দেবতারা যাইয়া টিকিট লইলেন ও একখানি ট্রেণে উঠিয়া বসিলেন। ট্রেণ স্থপ, ছপ, শব্দে ছুটিতে লাগিল । ইন্দ্র। বরুণ পাটনার কোন প্রব্য ভাল ? বরুণ। পাটনার কুল ও দাড়িম বড় বিখ্যাত। এদিকে ট্রেণ কয়েকটা ষ্টেশন অতিক্রম করিয়া বাড়ে আসিয়া উপস্থিত হইল। ব্ৰহ্মা কহিলেন “বরুণ ! এ-সুন্দর ক্টেশনটির নাম কি ?” বরুণ। এ স্থানের নাম বাড়। বাড় একটি বিখ্যাত বাণিজ্যের স্থান। এখানে অসংখ্য চামেলি ও বেল ফুলের বাগান আছে। এইখানেই বিখ্যাত ফুলের তৈল প্রস্তুত হইয়া থাকে। এই স্থানের সীমা হইতে হিত রাজ্য আরম্ভ হইয়াছে। ঐ ব্রিন্থম্ভ রাজ্যের প্রাচীন নাম মিথিলা । মিথিলায় জনক রাজার রাজধানী ছিল । জঙ্কাপি প্রতিবৎসর রামনবমীতে তথায় একটি করিয়া মেগা হইয়া থাকে। ইন্দ্র। মিথিলা এখান হইতে কতদূর হইবে ? বরুণ। বাড়ঘাট ষ্টেশন হইতে পঞ্চাশ মাইল দূরে মজঃফরপুর। মজঃফরপুর হইতে মিথিলা চারি পার্চ দিনের রাস্তা। নারা। বরুণ! জামালপুর আর কতদূর ? গাড়ীখানাকে স্থাকিয়ে নিয়ে যাচ্ছে না কেন ? এদিকে ট্রেণ “হপাপ” শবো বাড় পরিত্যাগ করিয়া মোকামা ষ্টেশনে জাসিয়া չԵ a