পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাটনা উপস্থিত হইল। দেবগণ কর্ডলাইন পরিত্যাগ করিয়া লুপ লাইনে আসিবেন, এজন্তে সে ট্রেণ পরিত্যাগ করিয়া অপর ট্রেণে উঠিয়া বসিলেন। তাহারা যে কামরায় বলিয়াছিলেন, তাহাতে তখন সৰ্ব্বশুদ্ধ বারোজন লোক ছিল । একটি বাঙ্গালীবাবুও ইহঁদের সহিত ছিলেন। বাবুটি পাছে অপর লোক ঐ গাড়িতে উঠে এই আশঙ্কায় ভারের নিকট দাড়াইয়া “স্থান নাই, স্থান নাই” বলিয়া অপর যাত্ৰাদিগকে বিমুখ করিতেছিলেন। ক্রমে এক ঝাক বেহারবাসী গাত্রের বোটুকা গন্ধ বাহির করিয়া কোলাহল করিতে করিতে ঐ স্বারের নিকট আসিয়া উপস্থিত হইল। তাহাদ্বিগের এক জনের স্বৰে এক একটি তিন চারি মণ আন্দাজ পোটল । ট্রেণে উঠিবার সময় বেহারবাণীদিগের সহিত মেঘের পালের অনেকটা সোঁদাদৃপ্ত দেখিতে পাওয়া যায়। মেঘের পাল যেমন নদী পার হইবার সময় তীরে আসিয়া চিৎকার করিতে থাকে, প্রাণাস্তেও জলে নামে না, পরিশেষে একটার কাণ ধরিয়া জলে নামাইয়া দিলে দলকে দল আপনা হইতে নামিয়া পড়ে। ইহাদের অনেকটা তদ্রুপ অবস্থা ঘটে। গাড়িতে স্থান থাক বা না থাক, দলের মধ্যে একজন যে গাড়িতে উঠিবে, পালেপালে সেই গাড়িতে উঠিয়া স্থানাভাবে দাড়াইয়া থাকিবে, তথাপি অঙ্ক গাড়িতে যাইবে না। কোন ব্যক্তি কোন স্থানে যাইবার সময় বোধ হয় যেন পাঁচখানি গ্রামের লোককে নিয়ন্ত্ৰণ করিয়া জুট্রাইয়া আনিয়াছে। দুর্ভাগ্যক্রমে সমস্ত ঝাকটা জামাদের দেবগণের কামরার নিকট আসিয়া উপস্থিত হইল এবং যে-বাৰু দ্বারের নিকট দাড়াইয়া লোক উঠিতে বাধা জিতেছিলেন, তাহার খালি স্থানটি দেখিয়া এক ব্যক্তি দাড়াইয়া বুহিল ; সুতরাং সমস্ত দলটা দাড়াইয়া কোলাহল করিতে লাগিল। গোলযোগ দেখিয় গার্ড সাহেব নিকটে জাসিয়া কহিলেন "এখানে কি ?” তাহারা কহিল “ভিতরে স্থান আছে উঠতে দিতেছে না। তৎপ্রবণে সাহেব সজোরে গাড়ির দ্বার উদঘাটন করিয়া ভাহাদিগকে উঠতে কহিলেন। অর্ধেক আন্দাজ উঠিয়া গায় গায় হইয়া যখন স্থানাভাবে জাহি আহি শৰ করিতে লাগিল, অখন সাহেব অবশিষ্টগুলাকে কলপেটা করিয়া তন্মধ্যে প্রবেশ করাই চৰি বন্ধ কৰি দিয়া চলিয়া গেলেন। যাইবা সময় বাঙ্গালীৰাৰু কাতর স্বরে কছিলেন “লাহেব ! কন্নে কি ?" সাহেৰ তস্থতরে কছিলেন, “হাউরাডি নিগার, গোল মং করিও।” }\r: