পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবতাদের মৰ্ত্তে আগমন ৰক্ষণ চাহিয়া দেখিলেন, বৃদ্ধ পিতামহ লোকের ভিড়ে কোণ-ঠাসা হইয়া দক্ষ আটকাইয়া মারা যাইবার মত হুইয়াছেন, কথা কহিতে পারিতেছেন না । তখন দেবতারা নিজ নিজ স্থান ছাড়িয়া দাড়াইয়া তাহাকে স্থান করিয়া দিলেন এবং মনে মনে ভাবিতে লাগিলেন, “হায় ! এই বিশ্বব্রহ্মাও র্যাহার স্ব8, যাহার আদেশে রবি শশী উদয় ও অস্তে যাইতেছে, যিনি কটাক্ষে সকল করিতে পারেন, আজ রেলগাড়িতে র্তাহার কি দুর্দশা! ট্রেণে দেখচি ভদ্র, শুঞ্জ, রাজা, প্রজ, মর, অমর সকলেরই এক দশ " ব্ৰহ্মা। বরুণ ! ইহাঙ্গের গাত্রে এমন দুর্গন্ধ কেন ? বরুণ । উহারা যে বস্ত্র পরিধান করে, তাহা না মরিলে পরিত্যাগ করে না ; বস্ত্রখানি জলে ভিজিলে পাছে শীঘ্র ছিন্ন হয়, সেই আশঙ্কায় সহজে জলাভিষিক্ত হইতে দেয় না। এত ধত্বেও যদি ছিন্ন হয়, তাহাতে পিরাণ সেলাই করে। তাহ ছিন্ন হইলে তালিরূপে র্কাধাতে উঠে। সেই কাথা খুকড়ি সঙ্গে এনেছে। ও গন্ধ কি সহজে যায় ? ব্ৰহ্মা। জামালপুর আর কতদূর ? শীঘ্র নামতে পারিলে বাচি, গন্ধে আমার £वंॉ* शांग्न ! ঐ কথা কয়েকটি তিনি এমন স্বরে বলিয়াছিলেন, শুনিলে বক্ষ বিদীর্ণ হয় । হায় । আজ আমি এই সমস্ত কথা প্রচার করিতে বসিয়াছি । এই অপরাধে না জানি লোকে আমাকে কত ব্যঙ্গ করিতেছেন। হয় ভো আমি দেবগণের অৰমাননা করিতেছি বলিয়া কত হিন্দুসস্তান আক্ষেপ করিতেছেন। কেহ কেহ আমাকে নাস্তিক মনে করিয়া কত তিরস্কার করিতেছেন ও ধিকার দিতেছেন। কিন্তু আমার বিবেচনায় 'অগ্ৰে শনিদেবকে তিরস্কার ও ধিক্কার দেওয়া উচিত। আজি শনি যদি ভারতের এ অবস্থা না করিতেন, আজি শনি যদি আমার স্বন্ধে চাপিয়া না বসিতেন, কে দেবগণকে মর্ত্যে আসিতে দেখিতে পাইত ? অার এক কথা, বিধাতারও এ-বিষয়ে কিছু দোষ আছে,— তিনি সকলের ভাগ্যই লিখিয়া থাকেন। স্বতরাং নিজভাগ্যে ও ভারতভাগ্যে बांश लिथिब्रां८छ्न, चञ्च उांशंब्रहे चडिनद्र श्रँष्ऊरछ् ; थांबांटमइ ८लथ छेनंजकমাত্র। দেৰগণকে স্পেশাল ট্রেণে জানিয়া প্রিন্সেপ ঘাটে ভুলিয়া তোপধ্বনি করিলে এবং কলিকাতা মহানগরী এই উপলক্ষে আলোকমালায় বিভূতি XԵ Հ