পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জামালপুর বরুণ । ঠাকুরা। স্বৰ্গীয় বালকগণ সচরাচর করতালি দিয়া যে হেঁয়ালি বলে, তাও কি আপনি কখনও শোনেন নাই ? ব্ৰহ্মা। কোন হেঁয়ালি ? বক্ষণ । ঐ যে— “শব্দ হইল পরে ধরে রাখা দায়, দেশী বিলtউীর পাল ঝাকে বাকে যায় । কছেন কবি কালিদাস ওরে ভাই কেশে, বল দেখি এমন জন্তু আছে কোন দেশে ?” ব্ৰহ্মা। অর্থ হল কি ? বরুণ। অর্থাৎ ওয়ার্কসপের ভোমা। ঐ ওয়ার্কসপে দেশী ও বিলাতী উভয়প্রকার লোক কৰ্ম করে । ব্ৰহ্মা। ঠিক ; সে জন্তু এই জামালপুরে আছে বটে ! ভাল, যখন লোকগুলো ছুটে যায়, কতকগুলো বাঙ্গালী দেখলাম–পাণ চিবাইতে চিবাইতে ছুটে গেল ; ওরা কে – বরুণ। ওরা ওয়ার্কসপের কেরাণী। নারা। এত প্রত্যুষে পাণ চিবাচ্চে কেন ? বরুণ । আহার হয়েছে-পাণ চিবাবে না ? নারা। এত শীতে এবং এত প্রাতে পেটে ভাত যায় ? বরুণ। না গেলে চলে কৈ ? ওদের দুর্দশার কথা ভাই বলো না ! রাঞ্জি তিনটার সময় উঠে "চাপাও চাপাও” শব্দে পরিবারের ঘুম ভাঙ্গাইয় দেন। তারপর, দু-এক ঘটী কূপজল মাথার দিয়ে “ভাত আন, শীঘ্ৰ ভাত অান, বেলা হল” বলে চিৎকার আরম্ভ করেন। গৃহিণী গরন ভাত, তরকারি এবং গরম ডালের বাট কোলে দিয়ে যান। বাবুদের বেলা হইবার ভয়ে ঠাগু করিয়া খাইবার অবসর হয় না ; গরম গরম মুখে দিতে থাকেন। হয় তো দিবামাত্র ছ্যাকছ্যাক শব্দে জিহ্বা দগ্ধ হইতে থাকে ; অয়ি ছাপান্ন রকম মুখভঙ্গি করে সেইগুলো কোৎ কোৎ শব্দে গিলতে থাকেন। এদিকে গৃহিণী গরম দুধের বাটী নিকটে এনে অঞ্চলের বাতাস দিয়ে তাহা শীতল করিবার চেষ্টা পান। কোন কোনদিন এমনও হয়, বাবুর অৰ্দ্ধেক আন্দাজ ভোজন না হইতে ওয়ার্কসপের sbo巻 (R - శి