পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন নারা । দোকানঘরের পশ্চিমদিকের ও স্বরটি কি ? অার উহার ভিতরে ওপ্রকার শব্দ হইতেছে কেন ? বরুণ। ঐ গৃহে পবিত্র সীতাকুণ্ডের জলে শ্বেতশ্বশু-বিরাজিত চাচাদের দ্বারা কলে লেমনেড ও সোডাওয়াটার প্রস্তুত হইতেছে । ব্ৰহ্মা খায় কারা ? বরুণ । ইংরাজ, বাঙ্গালী-যে পায় সেই খায় । উপ। বরুণ কাকা! আমি খাব ৷ ব্ৰহ্মা। চুপ! নচ্ছার, পাজি। বরুণ! লেমনেডের গুণ কি এবং মূল্য কত ? বরুণ। গুণ-শরীর শীতল করে। বাঙ্গালী বাবুরা আচার ব্যবহার—সকল রকমেই ইংরাজের নকল করেন। ইসপগুল—মিছরির lপানা—বাতাসার জলএসবের আর কেহ নাম করে না। দু-আনা চার আনা দিয়ে—ঐ সব মেচ্ছের জলগুলো খায় ! ব্ৰহ্ম। দেখ বরুণ ! আমার বাঙ্গালীদের সত্বরেই পতন হবে। ইহারা যেরূপ বিলাসপ্রিয় হইয়াছে, তাহাতে আমি নিশ্চয় বলিতেছি, সত্বরেই ইহাদের পতন হইবে। নচেৎ এক পয়সার ডাব পাকে পুতে রেখে খেয়ে ধাত ঠাণ্ডা করিবার যে পদ্ধতি অাছে, তৎপরিবর্তে দুই আনা চার আনা ব্যয়ে যাবনিক জলপানে অগ্রসর হইবে কেন ? আমি দেখিতেছি, আমার বাঙ্গালীদিগের সকল বিষয়েই পরিবর্তন ঘটিয়াছে। তার নাগরা জুতা পরিত্যাগ করে বুট, দেশী ধুতি পরিত্যাগ করে বিলাতী, এবং বালাপোসের পরিবর্তে শাল জামিয়ার গায়ে দিতে শিখেছে। যে জাতি অল্প আয়ে এত বাবু হয়, তাদের যে শীঘ্র পতন হবে, তা কি তুমি স্বীকার কর না ? অতীতকালের পরিচ্ছদাদি অপেক্ষ বর্তমান সময়ের পরিচ্ছেদগুলিতে স্বল্প ব্যয়ে বাৰু সাজাইতে পারে স্বীকার করি, কিন্তু ভাই কদিন যায় । অতএব ইহারা যাহা উপার্জন করে, তৎসমুদয় যদি সাজ পোষাকে পর্য্যবসিত হয়, ভবিষ্কৃতের জন্ত সঞ্চয় থাকে কি ? বরুণ । উহারা বলে, ঘরে খাই না থাই, তা তো কেউ দেখতে যাচ্চে না । কিন্তু সাজ পোষাকটা সকলেই দেখে থাকে। - নারা । উৎসন্ন যাক ! שלג