পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জামালপুর ব্রাহ্ম । উঃ ! কি সৰ্ব্বনাশ । ছেলে বিক্ৰী ! তাহাও আরম্ভ হয়েছে ? বরুণ চল, দেশে পালাই চল !! . কাশী । মহাশয় ! সন্তান বিক্রয় করা কি মহাপাপ ? ব্ৰহ্মা। আমাদের অমরপুরের একখানি ধৰ্ম্মপুস্তকে বলে—যে সস্তান বিক্রয় করে, তাহার পূর্ববর্তী পরবর্তী অষ্টাদশ পুরুষ নরকস্থ হয় ; এবং যে-দেশে এই ঘটনা ঘটে, তথাকার লোকের দ্বাদশ পুরুষ, এবং যে ঐ কথা বলে ও যে ব্যক্তি শ্ৰবণ করে, তাহার ছয় পুরুষ নরকস্থ হয় । কাশী । আমি মহাশয় ! না জানাতে মহাপাপে লিপ্ত হলাম, এক্ষণে কোন প্রায়শ্চিত্ত থাকে তো আজ্ঞা করুন। নারা । প্রায়শ্চিত্ত আছে—শনি কি মঙ্গবারে প্রাতে উঠেই বাসিমুখে ছেলেবেচা দোকানদারের নিকট যেতে হবে, এবং তাহার অজ্ঞাতসারে দ্রুতগতি পী থেকে জুতা খুলে তাহার পৃষ্ঠে বিংশতিবার সজোরে স্পর্শ করিয়ে, একদমে বাটতে ছুটে আসতে হবে । কাশী । যে আঞ্জে, এ তে সহজ ! আমি খুব ভোর থাকতেই মুখে চাদর বেঁধে যাব । কি জানি—যদি চিস্তে পারে । এই সময় নীচের বাসার লোকেরা “ব্যোম” “ব্যোম” শব্দ করিয়া করতালি দিতে আরস্ত করিল। নারা । ও কি ? কাশী । নীচের বাবুরা তাস খেলছেন, তাই হারজিত হওয়ায় কৌতুক छ्tफ़ ! “তাসখেলা কিরূপ দেখতে হবে বলিয়া নারায়ণ ছুটে নীচে গেলেন। “ঠাকুর কাক! দাড়াও আমিও দেখবো” বলিয়া উপ তৎক্ষণাৎ পশ্চাৎ পশ্চাৎ দোঁড়াইল। ইন্দ্র । নীচের ওরা কারা ? কাশী । ও একটি মেঘের বাসা । ইন্দ্র । কি বল্লেন, মেষের বাসা ? কাশী । জাজে, মেষের বাসা। অর্থাৎ এখানকার অধিকাংশ কেরাণীই অল্প বেতন পান। পরিবার সঙ্গে থাকলে খরচ কুলায় না, স্বতরাং ১•১৫ জন একজ হয়ে ছাপ হোটেল খুলে আছেন। 3.26