পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কারণ দেবতা চতুষ্টয় তো তাদের কাছে দুর্গম বলে বিবেচিত নিম্নভূমি তথা সমতলভূমি দর্শনের নেশায়ই ঘুরে বেড়িয়েছেন সনাতন ভারতের পথের ধুলোয় পায়ের চিহ্ন অঁাকতে অঁাকতে । সেই কৈশোরে আমার হাতে এসেছিলো আরও একটি উল্লেখযোগ্য গ্রন্থ শ্ৰীযোগেন্দ্রনাথ গুপ্ত প্রণীত হিমালয় অভিযান । যতদূর মনে পড়ে এ গ্রন্থের সূচীতে ছিলো : দীপঙ্কর অতীশের তিব্বত যাত্রা, কুমারজীবের চীন ভ্ৰমণ, পণ্ডিত কিষণ সিংহের তিব্বত ও মঙ্গোলিয়া অভিযান, কিনথাপ-এর ব্ৰহ্মপুত্রের উৎস সন্ধানে যাত্রা, ইত্যাদি ইত্যাদি । তখন আমার মনে হয়েছিলো, মানুষের জয়ের নেশা সকল কষ্টকেই হার মানায় । তাই সমতলে ১লক্ষ ছোটে সুদূর উর্ধের্ব আর উর্ধের্বর মাতুৰ সমতলে । এই সূত্র ধরেই যদি সপার্ষদ ব্ৰহ্মা মর্তে আগমন কলেই থাকেন তবে তাতে অবাক হবার মতন কারণ থাকে কি ? প্রবোম্ববন্ধু অধিকারী জীলানন্দ চট্টোপাধ্যায়