পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জামালপুর প্রমোদ করিবার স্ববিধা হয়। হয়েছে কি জানেন—আজকাল কাহারও অবস্থা ভাল নহে ; সুতরাং বৈঠকখানা গৃহে পাচ এয়ার সঙ্গে করে বসাটা প্রায় যার তার ভাগ্যে ঘটে না । ব্রাহ্ম হলে সে সাধটা মেটে, কতকগুলো এয়ার পাওয়া যায় এবং বাতির আলোয় ভাল বিছানায় বসে দুটো সরস গল্প, একটা ভক্তিরসের গান এবং দুই একটা কীৰ্ত্তনও শোনা হয়। ব্রাহ্ম-সমাজে নাম লিখিয়ে পৈতে গাছটা না ফেলে দিতে পারলে যৌবনটা যেন খাপছাড়া খাপছাড়া বোধ হয় * নারা। ব্রাহ্মধৰ্ম্ম যখন হিন্দুধৰ্ম্ম, তখন বৃহস্পতিবারেই সমাজ খুলিবার নিয়ম করা উচিত । কাশী। বর্তমান ব্রাহ্মধৰ্ম্ম চারিটি পৃথক পৃথক ধৰ্ম্ম হতে কিছুকিছু দোহন ৷ করে নিয়ে নিৰ্ম্মাণ করা হয়েছে ; ইহাতে হিন্দুমতে বেদীতে বসা, সন্মুখে পুস্তক রাখা এবং চক্ষু মূদ্রিত করিয়া ধ্যান করিবার অংশটি আছে। নাস্তিক মতে পৈতা ফেলা এবং মুসলমান মতে দাড়ি রাখার ও বিধবা বিবাহ করার অংশটি আছে । খ্ৰীষ্টান মতে যন্ত্রাদি বাজাইয়া সঙ্গীত করা, উপদেশ দেওয়া এবং রবিবারে উপাসনা করার অংশটি লওয়া হইয়াছে। স্বতরাং বৃহস্পতিবারে সমাজ খুলিলে চলে কৈ ? এই সময়ে কাশীনাথবাবু একটি যুবাকে দেখিয়া কহিলেন—“হ্যা হে, সেজবাবু কেমন আছেন?” “সমস্ত দিনটে ফোমেন্ট করে এক্ষণে একটু ভাল বোধ হচ্চে। ডাক্তারের তারপিন তেল দিয়ে ভূড়িটে মালিশ করে দিতে বলায় তেল কিন্তে যাচ্চি ।” বলিয়া যুবা প্রস্থান করিল। ইন্দ্র। কাশীবাবু মেজোবাবুর কি হয়েছে ? কাশী । মেজোবাবুর রাত বেড়ান রোগটা বিলক্ষণ আছে। তিনি দুই ভাৰ্য সত্বেও এক উপপত্নীকে বেতন দিয়া একচেটে করিয়া রাখিয়াছেন। উপপত্নীকে বেতন দিয়ে একচেটে করিবার চেষ্টা করা যে কতদূর নির্ব দ্বিতার কাজ, সেজেবাবু তাহা একদিনও মনে ভাবেন নাই। তাহারা যদি সৎপথেই থাকিবে, তবে স্বামী পুত্ৰ থাকিবে কুলে জলাঞ্জলি দিয়া আসিবে কেন ? এখন হয়েছে কি জানেন,

  • ব্রাহ্ম প্রভৃতি ধর্মের নিগূঢ় তত্ত্ব না জানাতেই দেবগণ এইরূপ ও পূৰ্ব্বোত্তরপ সমালোচনা করিয়াছিলেন।

२ ॐ €