পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন ঐ বেখার কাছে আমাদের সেজোবাবুর অধীন দুইজন কেরাণীও গোপনে যাতায়াত করিত। গতকল্য সেজোবাবু হঠাৎ তাহাদিগকে দেখিতে পাইয়া তিরস্কারপূর্বক যেমন গ্রহার করিবার উদ্যোগ কৰ্ব্বেন, আমি একটি ছোটখাট যুদ্ধ আরম্ভ হইল। যুদ্ধে যুবকৰয় জয়লাভ করিয়া সেজোবাবু মহাশয়কে চিত করে ফেলে ভুড়িতে এমি ইংরাজী ধরনের ঘুণী মেরেছে যে, বেদনায় বাবু উত্থানশক্তিরহিত। অদ্য হইতে আফিসে কামাই হইতেছে। নারা । যেমন কৰ্ম্ম তেমনি ফল ! ইন্দ্র। ছিঃ ! ছিঃ ! একে বাল্যবিবাহ প্রচলিত—তাহার উপর দুইটা বিবাহ ! তাহার উপর আবার বেশ্যাসক্তি ; উঃ ! এসব পাপীর যে কোন নরকে স্থান হবে বলা যায় না ।

  • আপনার অগ্রসর হউন, এই স্থানে আমার ট্রাফিক ও অডিট অফিসের দুইজন বন্ধু আছেন, তাহাদের নিকট উপবাবুর কর্থের জন্য উপরোধ করে আলি।” বলিয়া কাশীবাবু একদিকে প্রস্থান করিলেন।

দেবগণ এখান হইতে জামালপুর বাজারে গিয়া একজোড়া তাস কিনিয়া লইলেন এবং বাসায় যাইয়া হস্তপদ প্রক্ষালনাস্তে কয়েকজন তাস থেলিতে বসিলেন। ব্ৰহ্মা তাহাদিগকে তাস খেলিতে দেখিয়া চটিয়া আগুন হইলেন এবং যৎপরোনাস্তি ভৎসনা করিয়া কহিলেন “তোমরা তাস ফেল ; শেষে কি স্বর্গে পেরমারা খেলা ঢুকিয়ে সৰ্ব্বনাশ করবে ?” এই সময়ে কাশীনাথবাবু প্রত্যাগমন করিয়া কহিলেন "মহাশয় । উপবাবুর কৰ্ম্মের একপ্রকার স্থির করে এলাম। কিন্তু না হ’লে বিশ্বাস নাই । ট্রাফিক আফিসে আজ একটি কাজ খালি হয়েছে, বেতন ১৫ টাকা ; ঐ কাজে উনি বহাল হবেন । কাজটি সেজোবাবুর অধীনে। মেজোবাবুকে বলিবামাত্র-কাল সঙ্গে করে নিয়ে যেতে বলেন ।” : ইন্দ্র। মহাশয়কে যথেষ্ট কষ্ট দিচ্চি। যাহা হউক, ওর একটা বিলি ব্যবস্থা হ’লে আমরাও এখান হতে নিশ্চিন্ত হয়ে প্রস্থান করতে পারি। নারা। কাশীবাবু! রাত্রেও কি ওয়ার্কসপে কাজ হয় ? কাশী। উহাতে কামাই নাই, অনবরত রাবণের চিতা জলছেই। নারা। ওটা দেখবার কি ? १छ ॐ