পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জামালপুর সকলে চিৎকার করিয়া বলিতেছে—“ওরে বাপরে । পুঁটুলে ক্ষেপলা পড়লোরে! পড়লো!” এই শব্দ শ্রবণে দেবগণ ও কাশীবাবু সৰিস্ময়ে চাহিতেছেন, এমন সময়ে দেখেন ৪৮।৫০ জন কেরাণী কাদিত্তে কঁাদিতে বাহির হইতেছেন। কাশী । মহাশয়েরা কাদচেন কেন ? s কেরাণীগণ কহিল “সৰ্ব্বনাশ হয়েছে মহাশয় । মন্ত একটা রিডক্সনের হুকুম এলো । আহা ! অনেক কষ্টে চাকরী হলে ভেবেছিলাম দুদিন থাকবে, কিন্তু এন্নি কপাল ১৫ দিনও ভোগ করতে পেলেম না! রেলওয়ে চাকরী যেন পদ্মপত্রের জল, যেন কলেরা রোগের রোগী। প্রাতে কিছু জানি না, স্নান আহ্নিক সেরে হাসতে হাসতে আফিসে এসে যেমন কাজে বসেছি, আমি এই মৃত্যু-খবর এসে উপস্থিত হল !" - ইন্দ্র। মহাশয়েরা বলতে পারেন “পুটুলে ক্ষেপলা পড়লোরে, পড়লো" ও শব্দটার অর্থ কি ? কেরাণীরা। আঞ্জে, রিডক্সনের নিয়ম হচ্চে—অল্প বেতনের চুনো পুটিরই প্রাণ যায়। রুই মিরগেলের একখানি আঁইষ পর্যস্ত থলে না । নারায়ণ ইন্দ্রের কাণেকাণে কহিলেন “উপ বেটা মস্ত পয়মস্ত ; বা ! চারিধারে বেশ আগুন লাগিয়ে দিয়েছে।” এখান হইতে কাশীবাবু দেবগণকে লইয়া নিজের আফিসে উপস্থিত হইবামাত্র মেজোবাবু চুটিয়া আসিয়া কহিলেন “কৈ হে! তোমার বালকটি কৈ ? আমার ভাই, তাকেই কৰ্ম্ম দিবার একান্ত ইচ্ছা ছিল ; অনেকগুলি প্রার্থ উপস্থিত হওয়ায় কাজেই আমাকে একটা মোটামুটি পরীক্ষা করতে হচ্চে। জানি কি, পরের চাকর, কে আবার কোন দিক দিয়ে উড়ো চিঠি হাকাবে!” । কাশী তোমাদের যে ধর্শ্বভয় আছে, তা আমি বিলক্ষণ জানি। ঐ দেখ আমার সেই বালকটি। মেজোবাবু তৎপ্রবণে নিজের সম্বন্ধীকে ডাকিয়া আনিয়া প্রথমে উপকে কহিলেন “বাপু ! বল দেখি, দশটাকা করে মণ হলে এক সেয়ের দাম কত ?” উপ । চারি অান । - মেজোবাৰু। (নিজ সম্বন্ধীর প্রতি) তুমি কি বল? : ఫి 3