পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবতাদের মর্ত্যে আগমন সঙ্গন্ধী। আজে, বোনাই যদি দোকানদার হয়, এক সেরের উপর প্রায় একছটাক আন্দাজ ফাও দিয়ে থাকে । সেজোবাবু। বেশ বেশ। দেখ হে কাশীবাবু, এর বুদ্ধিটে কতদূর তীক্ষ । একেই ভাই চাকরী দিতে হলো। আমি প্রভিজ্ঞা করচি, পুনরায় থালি হলে তোমার ঐ বালকটিকে দিব। ¥ কাশী। এ কথায় আমি সম্পূর্ণ বিশ্বাস করতে পারি না ; জানি কি যদি তোমার আরও ২১টি সম্বন্ধী থাকেন। এই তো সুপারিশের জোরে তোমার এ সম্বন্ধটির আগমন মাত্রেই চাকরী হলো। বিশেষ দুঃখিত হলাম যে, কৰ্ম্ম দেওয়ু, বেতন বাড়াবার সময়ে তোমাদের ধৰ্ম্মভয় থাকে না । মেজোবাবু কাশীবাবু! তুমি কি ভাবচো—এ-বালক আমার সম্বন্ধী। তুমি বেশ জেনে, এ আমার সহোদর সম্বন্ধী নয়। তবে পরিবারকে দিদি সম্বোধন করে ডাকে মাত্র । “আমার যতদূর সাধ্য চেষ্টা করলাম, এর উপর আর হাত নাই! এক্ষণে বাসায় গিয়ে আপনারাই এর বিচার করবেন।” বলিয়া কাশীবাবু দেবগণকে বিদায় দিয়া নিজ কামরায় প্রবেশ পূর্বক কাজে বসিলেন। দেবতারা এখান হইতে বাসায় গিয়া পরস্পরে বলিতে লাগিলেন, “উপর এখানে কৰ্ম্ম কাজের সুবিধা দেখতেছি না ; অতএব অনৰ্থক আর থাকিবার প্রয়োজন কি ? চল আমরা প্রস্থান করি।” চারিটার পর কাশীনাথবাবু আসিয়া উপস্থিত হইলেন এবং দেবগণের হাতে একখানি পাশ দিয়া কহিলেন “আগামীকল্য শনিবার। অতএব কল্য প্রাতে যাইয়া আপনার রেলওয়ে কারখানা দেখিয়া আসিবেন । এই পাশে আপনাদের প্রত্যেকেরই নাম লেখা আছে। এক্ষণে চলুন একবার নগর ভ্রমণ করিয়া আসি। দেবগণ র্তাহার কথায় সম্মত হইয়া নগর ভ্রমণে বহির্গত হইলেন । যাইতে যাইতে দেখিলেন, একটি বাড়িতে লোকে লোকারণ্য। নারা। কাশীবাবু, এ বাটতে কি ? কাশী। বাড়ীর কর্তার পুত্রের অন্নপ্রাশন। ক্রমে সকলে যাইয়া ষ্টেশনে উপস্থিত হইলেন। কাশীবাবু দেখাইতে লাগিলেন “সন্মুখে ঐ মুঙ্গের ক্টেশনের প্লাটফর্ম। এই স্থানে মুঙ্গেরের গাড়ি আসিয়া যাত্রীর জন্য অপেক্ষা করে। ওদিকে দেখুন মেল লাইন।” a> ●