পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন

  • রাজপ্রতিনিধি আরল অব ডেলহাউলির সময়ে ভারতে তারের খবরের আদান প্রদান আয়ত্ব হইবে। তোমরা সেই সময়ে এই তীক্ষ দৃষ্টিসহ তারঘরের বাবুরূপে জন্মগ্রহণ করিবে এবং ফাতনা ডোবার স্তায় টেলিগ্রাঞ্চ যন্ত্রের কাটাকে নাড়িতে দেখিলে হ্যাণ্ডেল ধরিয়া ডাইনে বামে খ্যাচক টান মারিতে থাকিবে ।” তৎপ্রবণে তাহারা বলে “প্রভো! কতকাল আমাদিগকে এ কষ্ট সহ্য করিতে হইবে আজ্ঞা করুন।” নারায়ণ । তদুত্তরে বলেন “যে সময়ে বিনা তারে খবরাখবর প্রেরণ প্রচলিত হইবে, সেই সময়ে তোমরা মুক্তি পাইবে।”

দেবগণ এখান হইতে বাসায় যাইবার সময় পূৰ্ব্বোক্ত নিমন্ত্রণ বাটির নিকট উপস্থিত হইয়া শুনিলেন, এক ব্যক্তি আর এক ব্যক্তিকে কহিতেছে “হ্যা হে, এ যজ্ঞে ডাক-ডোক কিরূপ করা হবে ?” তৎশ্রবণে অপর কহিতেছে, “আজ্ঞেআইনত ২১ টাকা বেতনের কেরাণীদিগকে ডাকা নিষেধ ; কিন্তু আমরা ত্রিশ টাকার নীচ হতেই ডাকা বন্ধ করেছি।” প্রশ্নকারী বলিল “সাধু সাধু ! আহারাদি কিরূপ করান হবে ?” আর এক ব্যক্তি উত্তর করিল “ঠিক নিয়ম মতই করান হবে। আপাততঃ উচ্চ বেতনের বড়বাবুদের এখানে বসান হইবে না। তাহাদিগকে ভাল ঘরে কুশাসনের উপর উপবেশন করিয়ে উত্তম উত্তম দ্রব্যাদি ভোজন করিয়ে ইহকালের কাজ অর্থাৎ মাহিনী বৃদ্ধি করে নেবো । এখানে ভোজনে বসালে তাহাদের খাদ্যপ্রব্যের উপর যদি অল্প বেতনের কেরাণীরা লোভদৃষ্টি নিক্ষেপ করে, পরিপাকের ব্যাঘাত ঘটিবার সম্ভাবনা। নিমন্ত্রিতগণ আহারে আসিলে প্রথমতঃ বাছাই আরম্ভ হবে এবং উত্তম মধ্যম অধম তিনটি ভাগ করা হবে। উত্তম (বড়) বাবুরা সমস্ত উত্তম উত্তম দ্রব্য, এমন কি লেডিক্যানিং, খাস্তার কচুরি এবং মাছভাজা পর্যন্ত খাবেন। মেজোবাবুদের মানরক্ষার্থ যৎসামান্ত পাপোর ভাজা ইত্যাদি প্রদত্ত হবে। অধম অর্থাৎ ছোটবাবুর দলের জন্য বেশী মাত্রায় বিলাতী কুষ্মাণ্ডের তরকারী প্রস্তুত করা হয়েছে—তাই, ও ২৪টি সন্দেশ প্রদান করা হবে।” প্রশ্নকর্তা এই সমস্ত শ্রবণে “সাধু সাধু’ শবে প্রশংসা করিতে লাগিলেন এবং কছিলেন “খুব সতর্ক ! যেন ৬০ টাকার নীচে মাছের তরকারী না পড়ে।” দেবগণ শুনিলেন, এই সময় বাটির মধ্যে একটা মহাগণ্ডগোল উপস্থিত হইল। একজন কহিল—“রাস্কেল! আমাদের এত অপমান ? তুই জানি আমরাও ওয়ার্কসপের ফোরম্যানের অধীন এক একজন ক্ষুদ্র ক্ষুদ্র বড়বাৰু! আমাদেরও ২১২