পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন কাদাইতেছে। তোমাকে পাইবার জন্য মাতাপিত পুত্রকন্যা পর্যন্ত বিক্রয় করিয়া থাকে। তুমি বৃক্ষ লতা ফলমূল সকলের মধ্যেই আছে। তোমাকে চেনে না, এমন লোক নাই। হে টাকা ! তোমাকে প্রণাম করি ; যেন তোমার বরে আমার ৬• টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হয়, তাহা হইলে আমি যঞ্জিবাড়িতে গিয়া পাতে মাছের তরকারী খাইয়া মচুৰ্য্যজীবনে সার্থক করিয়া আসিব ইন্দ্র। দেখচি পৃথিবীতে অর্থেরই গৌরব বেশী ! বরুণ। গৌরব বলে গৌরব ! মাতা নিন্দতি নাতিননীতি পিতা ভ্রাতা ন সম্ভাষতে ভূতাঃ কুপ্যতি নামুগচ্ছতি স্বত: কাস্তাপি নালিঙ্গতে। অর্থপ্রার্থনশঙ্কয়া ন কুরুতেহপ্যালাপমাত্ৰং স্বহৃৎ তস্মাদর্থমুপার্জয় প্রিয় সখে হার্থেন সৰ্ব্বে বশ: | নারা। বরুণ, প্রজাহিতৈষী ইংরাজ-রাজ কেন এই সৰ্ব্ব অনর্থের মূল টীকাগুলিকে এদেশ হইতে স্থানান্তরিত করিতে চেষ্টা করিতেছেন না ? আমি আজ মন খুলে আশীৰ্ব্বাদ করি তাহাদের যেন এ দেশে এক কপদকও রাখিতে মতিগতি না হয় । এখান হইতে দেবগণ বাসায় যাইয়া সে-রাত্রি অতিবাহিত করিলেন, এবং তৎপরদিন সাতটার ভোমা বাজিবামাত্র সকলে ওয়ার্কসপ দেখিতে চলিলেন। র্তাহারা গেট দিয়া প্রবেশ করিয়া প্রথমতঃ টাইমকিপার আফিসে উপস্থিত হইয়া দেখেন-গৃহটির দুই দিকের জানালার উপর, লৌহের পয়সার আকৃতি অসংখ্য নম্বর সাজান রহিয়াছে। কতকগুলি বাৰু সেইগুলির নিকট দাড়াইয়া- কাণ খাড়া করিয়া আছেন । বহির্ভাগ হইতে শ্রমজীবীরা “হাজার, তিন কুড়ি ছয়” বলিবামাত্র বাবুরা তৎক্ষণাং সেইখানি লইয়া টুক করিয়া ফেলিয়া দিতেছেন । 弱 ব্ৰহ্মা। বরুণ, sএগুলো দেবার তাৎপর্ব কি ? এবং “হাজার তিন কুড়ি ছয়” শব্দের অর্থ কি ? t * বরুণ। এই যে নম্বরগুলি সাজান রহিয়াছে, এত লোক এই কারখানায় কাজ করিতেছে। এই টিকিটের দ্বারা কত উপস্থিত, কত অনুপস্থিত সহজে ← Ꮌ Ꮽ