পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন কারপেটিং অর্থাৎ স্বত্রধরের কারখানা এবং টেণ্ডার অর্থাৎ গাড়িতে জল ও কয়লা রাখিবার স্থান নিৰ্ম্মাণের কারখানা । এখান হইতে সকলে ওল্ড টনিং সপে যাইয়া দেখেন-নানাপ্রকার কল বেগে ঘুরিয়া ক্ষুদ্র ক্ষুদ্র নানারূপ লৌহ ও পিতলের দ্রব্যাদি প্রস্তুত করিয়া দিতেছে । কল কারখানা দেখিয়া দেবগণ আশ্চর্যাস্থিত হইলেন । এবং কেবল একদৃষ্টি চাহিয়া রহিলেন। বরুণ কহিলেন “এই কারখানার নাম পুরাতন টর্নিং সপ।” এখানে গাড়ির কল সম্বন্ধে যে সমস্ত কুঁচোৰ্কাচ দ্রব্যের আবশ্বক, তাহা প্রস্তুত হইয়া থাকে। কলগুলির মধ্যে এক্ষুপিং মেসিন অর্থাৎ এক্রুপের প্যাচ প্রস্তুত করিবার কল এবং সাইনিং মেসিন অর্থাৎ অস্ত্রাদিতে শাণ দিবার কল বড় আশ্চর্য । ব্রহ্মা। দেখ ইন্দ্র, ইংরাজের সব পারে! আমার বোধ হইতেছে, এক সময়ে এই জাতি মৃত মনুষ্যকেও জীবন দান করিতে পারিৰে । এখান হইতে বরুণ দেবগণকে লইয়া ব্রাল ফিনিসিং সপে উপস্থিত হইলেন । এবং কহিলেন “এই কারখানার নাম ব্রাস ফিনিসিং সপ অর্থাৎ পিতলের দ্রব্যাদি পরিষ্কার করিয়া দিবার কারখানা। ওদিকে দেখা যাচ্চে ফিটিং সপ কাটা, ছুরি তালা প্রভৃতি মেরামতের কারখানা। এই কারখানার মধ্যে প্রত্যেক সপে এক একজন করিয়া কৰ্ত্ত-সাহেব আছেন। তাহাদিগকে ফোরম্যান কহে । তাহার অধীনে আবার ২৪ জন করিয়া বাবু আছেন। ঐ দোতালার উপর ফিটিং সপের বাবুদের আফিস । এখান হইতে দেবগণ ব্ল্যাকস্মিথ, সপে যাইয়া দেখেন—কলে বৃহৎ বৃহৎ লৌহগুলিকে যেন কচু কাটার ন্যায় থওখও করিয়া কাটির দিতেছে। এক স্থানে সকলে উপস্থিত হইয়া দেখেন—অনেকগুলি হাপরে অগ্নি জলিতেছে। কারিকল্পের হাপরে লৌহকে উত্তমরূপে দগ্ধ করিয়; যেমন ষ্টিম হ্যামার নামক বাষ্পীয় মুদ্রগরের তলায় ধরিতেছে, মুগধ আম কলের দ্বারা চুটিয়া আঁসির দমাদম গমাগম শব্দে লৌহখণ্ডকে পিটিয়া দোরস্ত করিয়া দিতেছে। বরুণ কহিলেন “এই সপের নাম ব্ল্যাকস্মিথ সশ অর্থাৎ কৰ্শ্বকারের কারখানা। ওদিকের ঐ গৃহমধ্যে কৰ্ম্মকারের বাবু নিজ ফোরম্যানের সহিত বসিয়া কাজ কৰ্ম্ম করিতেছেন।” 象为翰