পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জামালপুর দেবতারা ইহার পর স্ট্রিং সপে যাইয়া দেখেন—একটি কল যেন খাবার খাইবে বলিয়া হা করিয়া রহিয়াছে। লৌহাদি উত্তপ্ত করিয়া যেমন তাহার মুখের মধ্যে দিতেছে, আমি কলে একদিক দিয়া সেটাকে পিটাইতেছে, একদিক দিয়া তাহাকে তেলা করিয়া দিতেছে এবং একদিক হইতে সেই লৌহখণ্ডের মস্তকে টুপীর ন্যায় প্রস্তুত করিয়া দিতেছে। এইরূপে সমস্ত কার্য শেষ হইলে কলটি সেই লৌহখণ্ডকে ফেলিয়া দিয়া আবার যেন হা করিয়া খাদ্য প্রব্যের আশা করিতেছে। নারায়ণ একদৃষ্টি কলটির প্রতি চাহিয়া বরুণকে কহিলেন, *বরুণ ! এ কলটির নাম কি ?” বরুণ। বোণ্ট মেকিং মেসিন। অর্থাৎ গাড়ির বোন্ট প্রস্তুত করিবার কল। এই সপটির নাম প্রিং সপ অর্থাৎ ইস্পাতের দ্রব্যাদি প্রস্তুত করিবার কারখানা। আর ওদিকে দেখ হুইল সপ অর্থাৎ গাড়ির চাকা ঠিক হইল কি না তাহ পরীক্ষা করিবার কারখানা। এখান হইতে সকলে কপার স্মিথ, সপ দেখিতে যান এবং উপস্থিত হইয়। বরুণ কহিলেন “এই সপের নাম কপার স্মিথ সপ অর্থাৎ তামা কৰ্ম্মকারের কারখানা। এখানে তামার দ্বারা ইঞ্জিনের পাইপ ইত্যাদি প্রস্তুত হইয়া থাকে। ঐ কারখানায় টিনের দ্বারা লণ্ঠনাদি প্রস্তুত হইতেছে। ঐ যে একটি বাৰু কলম হাতে করিয়া বেড়াইতেছেন, উনি টিন কামারের বাবু।” এখান হইতে সকলে প্যাটারন সপ অর্থাং ফরমা প্রস্তুত করিবার কারখানা দেখিয়া, ব্রাস মোলডিং স্প অভিমুখে চলিলেন। উপস্থিত হইয়া দেখেন— পিতল গলাইয়া জলের ন্যায় তরল করিতেছে এবং কুলির সেই সমস্ত তরল পিতল বহন করিয়া লইয়া গিয়া ফরমায় ঢালিয়া আসিতেছে। বরুণ কহিলেন “এই স্থানের নাম পিতলের ঢালাই ঘর। ওদিকে দেখুন, লৌহ গলাইয়া ছাচে চালিতেছে। ঐ সপের নাম "আইরন ফাউণ্ডিং অর্থাৎ লৌহের ঢালাই ঘর।” ইহার পর সকলে বয়লার সপ ড্রয়িং অফিস দেখিয়া ষ্টোর অর্থাৎ গুদাম ঘরের নিকট যাইয়া উপস্থিত হইলেন। এবং বরুণ কহিলেন, “দেখুন পিতামহ, কারখানায় যে সমস্ত দ্রব্য প্রস্তুত হইয়া থাকে এই গুদামে আসিয়া তাহা জমিতেছে। এখানে পাট, চামড়া, তুলা, তৈল যাহা কিছু আবগুক, সমস্তই প্রাপ্ত হওয়া যায়। ঐ যে বাবু বসিয়া গল্প করিতেছেন, উনি তেল গুদামের বাৰু।” & S + ج الإحساسية تع