পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জামালপুর করিয়া মুঙ্গেরে যাইতেছেন। অনেকদিন বাস করিয়া স্থানটিতে মায়া বসায় দুঃখিত হইয়াছেন। ব্ৰহ্মা। দেখ বরুণ, মুঙ্গেরী কেরাণীরা কেমন ধাৰ্ম্মিক ! ইহার জামালপুর হইতে টাকা উপার্জন করিয়া লইয়া যায়। এমন কি হাড়ি, কলসী, পান, তামাক, কাষ্ঠ পর্যন্ত জামালপুর হইতে মুঙ্গেরে লইয়া যায়, অথচ মুঙ্গেরে বাসা করিয়া থাকে। ইহার কারণ কি, কিছু বুঝে ?—অর্থাৎ তথায় থাকিলে পতিতপাবনী ভাগীরথীতে স্নান করিতে পাইবে। কাশীনাথবাবু হাসিতে হাসিতে কহিলেন “আঞ্জে, তা নয়, সেখানে ঢেবুরা চলে ।” ব্ৰহ্মা । ঢেবুয়া কি ? . কাশী । লৌহ ও তাম্র-মিশ্রিত এক প্রকার পয়সা। ঐ গুলো টাকায় ১৮ গণ্ড, ১৯ গগু করিয়া বিক্রয় হয়। এবং উহার একেকটায় মুঙ্গেরের বাজারে তরকারী প্রভৃতি খরিদ করিতে পাওয়া যায়, জামালপুরে তা হবার যো নাই। এক্ষণে আমি বিদায় হই ; কারণ ট্রেন ছাড়িবার আর বিলম্ব নাই। এই সময় সমস্ত কেরাণীরা আসিয়া ট্রেনে উঠিল। ট্রেন “ছ ছ পাইয়া, ছছ পাইয়া" শব্দে উৰ্দ্ধশ্বাসে ছুটিতে লাগিল। ব্ৰক্ষা কহিলেন “বরুণ, জামালপুরে আর যা কিছু আছে সংক্ষেপে বল ?” বরুণ। জামালপুর পূৰ্ব্বে অরণ্যপূর্ণ ব্যাঘ্র ভালুকের আবাসভূমি ছিল। রেলওয়ে কর্তৃপক্ষেরা এই স্থানে শ্রমজীবীর সংখ্যা বেশি দেখিয়া হাবড়া হইতে ওয়ার্কসপ এবং অনেকগুলি অফিস উঠাইয়া আনিয়া স্থানটিকে জঙ্গল কাটিয়া নগর করিয়া তুলিয়াছেন। এক্ষণে ইহাতে দিনদিন বিদ্যাশিক্ষার বিশেষ উন্নতি দেখা যাইতেছে। বর্তমান সময়ে ইহাতে একটি ইংরাজী বিদ্যালয়, একটি বালিকা বিদ্যালয়, দ্বতব্য সভা, যুবকগণের সভা, নেটিভ ইনিষ্টিটিউট প্রভৃতি সাধারণের হিতকর অনেক সভা ইত্যাদি আছে। ক্রমে ট্রেন মুঙ্গেরে আপিয়া উপস্থিত হইল। দেবতারা স্টেশনের বাহিরে আপিয়া দেখেন মুঙ্গেরের প্রকাও দুর্গ তাহাদের সম্মুখে বিরাজ করিতেছে।

  • A3