পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুঙ্গের ব্ৰহ্মা । বেশ তো ! আমার মতে ইংরাজরাজ প্রজাগণকে সাহিত্য বিষ্ঠা শিক্ষণ দিবার স্থায় ব্যায়াম, শিল্পশাস্ত্র প্রভৃতি শিক্ষা দিলে আরো অক্ষয় যশ লাভ করিতে পারেন । বরুণ । সে বিষয়েও আজকাল যথেষ্ট আয়োজন হইতেছে । বিদ্যালয়ের ওদিকে দেখুন চিত্রশালা। এই চিত্রশালাটি লকউড, নামক একজন সাহেবের যত্বে নিৰ্ম্মিত হয় । ইন্দ্র । চিত্রশালায় অাছে কি । বরুণ । উহার মধ্যে কয়েকটি মৃত পক্ষীর এবং মৃত কচ্ছপাদির আকার এবং তিরিশ সের আন্দাজ ওজনের একটি নবাবী আমলের গোলা আছে। এখান হইতে সকলে বাহিরে আসিয়া দেখেন, আদালত বন্ধ হইয়া যাওয়ায় কেরাণী বাবুর হাসিতে হাসিতে প্রত্যাগমন করিতেছেন। তাহারা দূরে আরও কতকগুলি কেরাণীকে দেখিলেন ; কিন্তু তাহাদের বদন হাস্যময় নহে । নারা । বরুণ ! মুঙ্গেরে আমি দুই সম্প্রদায় কেরাণীর মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থা দেখিতেছি কেন ? এক সম্প্রদায় হর্ষযুক্ত, অপর সম্প্রদায় বিষন্ন, কারণ কি ? বরুণ । ইহার বিশেষ কারণ আছে । গবর্ণমেণ্ট অফিসের কেরাণীরা নিৰ্দ্ধারিত বেতন বাদে প্রত্যহ প্রায় এক পকেট করিয়া কাচা পয়সা উপরিলাভ করেন, সুতরাং তাহাদিগকে হর্ষযুক্ত দেখিতেছেন। রেলওয়ে কেরাণীরা বেতন বাদ একটি পয়সাও উপরিলাভ করিতে পাবেন না ; সুতরাং তাঁহাদের বদন হস্তিময় নহে । ইন্দ্র । বরুণ ! উপরিলাভ কি ? বরুণ । কার্যাবিশেষে উপরিলাভ শবের নানা প্রকার অর্থ হইয়া থাকে। যেমন গবর্ণমেণ্ট অফিসের কেরাণীরা নকল করিয়া দিয়া বাদী প্রতিবাদীর নিকট হইতে যে দুই এক পয়সা বেশী লইতে পারেন, তাহাই তাহদের উপরিলাভ । জমিদারী সেরেস্তার গোমস্তারা প্রজার নিকট খাজনা আদায়কালে যে দুই এক পয়সা বেশী আদায় করিতে পারেন তাঁহাই তাঁহাদের উপরিলাভ । বাটির চাকর চাকরাণী বাজার করিতে গিয়া বাজারের পয়সা হইতে যে দুই এক পয়সা চুরি করিতে পারে, তাহাই তাহদের উপরিলাভ । রেলওয়ে টিকিটবিক্রেতা বাবুর চোঁদ জানা মূল্যের টিকিট বিক্রয়কালে এক টাকা লইয়া যদি ৷ বাকি দুই জানা ফেরত না দেন, সেই তাঁহাদের উপরিলাভ । রেলওয়ে কল ఇ\es نه هو حسونة ما