পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুঙ্গের ইহাদিগকে দানধৰ্ম্ম সম্বন্ধে অর্থাৎ ধৰ্ম্মসভা ও দাতব্য সভা ইত্যাদির দিকেই বেশী খরচ করিতে দেখা যায়। ব্ৰহ্ম ৷ রেলওয়ে কেরাণীদিগের বিশেষ গুণ আছে । এই সময়ে সকলে মুঙ্গেরের বাজারে যাইয়া উপস্থিত হইলেন । র্তাহারা দেখেন—বাজারটিতে অসংখ্য দোকানঘর বহিয়াছে ; দোকানগুলির উপরে অফিসের কেরাণীদিগের বাস । দোকানে হরেক রকম দ্রব্য সামগ্ৰী বিক্রয় হইতেছে। কোন দোকানে আবালুস কাঠের সুন্দর সুন্দর বাক্স বিক্রয়ার্থ সাজান রহিয়াছে । বাক্সগুলির গাত্রে ও ডালায় হাতির দাতের কারুকার্য্য করা । কোন দোকানে কলমদানি, কোঁটা, আলমারি বিক্রয় হইতেছে । কোন দোকানে বেনাগাছের পাখা, গমের গাছের ফুলের সাজি, বাক্স পেতে বিস্তর প্রস্তুত হইতেছে। তদ্ভিন্ন চাউল, হুকা, আরসি, চিরুণীরও, অসংখ্য দোকান রহিয়াছে। বাজারটা প্রথমে অনেক দূর পর্য্যস্ত সোজা হইয়া চলিয়া গিয়াছে । তৎপরে বামে ও দক্ষিণ দিকে আবার কতকগুলি শাখা প্রশাখা হইয়া ভিতর দিকে প্রবেশ করিয়াছে। সেই সমস্ত গলির মধ্যে অসংখ্য দোকান আছে, কিন্তু এমন অন্ধকার যে প্রবেশ করিতে ভয় হয়। বরুণ কহিলেন, “মুঙ্গেরের চক অনেকাংশে কলিকাতার বড়বাজারের সদৃশ ।” এখান হইতে দেবতার কিছু দূরে যাইয়া দেখেন, একটি গৃহমধ্যে কয়েক ব্যক্তি চক্ষু মুদ্রিত করিয়া বসিয়া আছেন এবং এক ব্যক্তি একটি ৰেদিতে উপবেশন করিয়া কহিতেছেন—“হে করুণাময় ! হে বিভু ! হে হরি ; হে নদী ! আমাদিগকে উদ্ধার কর । বালক যেমন ধুলি মাথে, ক্ষুধায় কাতর হইলে কাদে, অথচ ধূলি যে কি, ক্ষুধা হয় কেন—তাই সে জানে না, হে হরি ! হে করুণাময় ! তুমি যে কি তাহ অবগত নহি—আমাদিগকে উত্তোলন কর, জামাদিগের গাত্র হইতে পাপরুপ ধূলা মুছাইয়া দিয়া কোলে লও।” বরুণ। পিতামহ মূঙ্গের ব্রাহ্মসমাজ দেখুন। ব্ৰহ্মা। ব্রাহ্মসমাজে ব্রান্ধসংখ্যা এত কম কেন ? বরুণ । ব্রাহ্মসমাজে সময়ে সময়ে উন্নতি অবনতি দৃষ্ট হইয়া থাকে। যখন কোন আফিসে কোন ব্রাহ্ম বড়বাৰু আসেন, তখন ইহার উন্নতি হয়। অনেক কেরাণী বাবুর প্রিয় হইবার আশায় কপট ব্রাহ্ম সাজিয়া সমাজে আসিয়া থাকেন ; জাবার সেই ব্রাহ্ম বড়বাবু স্থানান্তরে বদলি হইলেই সভ্যসংখ্যা হ্রাস אס\3