পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন হইয়া থাকে। এক্ষণে এখানে কোন ব্রাহ্ম বড়বাবু না থাকাতে সমাজের অবস্থা ভাল নহে। মূঙ্গের এই ব্রাহ্মসমাজটির জন্যও বড় বিখ্যাত । ইন্দ্র। এই ব্রাহ্মসমাজের জন্ত মুঙ্গের বিখ্যাত কেন ? বরুণ। ব্রাহ্মধর্শের বর্তমান প্রচারক ঐযুক্ত বাবু কেশবচন্দ্র সেন মহাশয়ের মুঙ্গের দ্বিতীয় লীলাভূমি। এই নগরে তাহার অনেক লীলাখেলা হইয়া গিয়াছে তন্মধ্যে ব্রাহ্ম-ব্রান্ধিকাদিগের সহিত চর-ভ্রমণই বড় বিখ্যাত। এক দিন কেশব সকলের সহিত চর-ভ্রমণে যাইয়া পরমব্রহ্মের উপাসনাদি করিয়াছিলেন । ব্রাহ্মদিগের মধ্যে তাঁস খেলাও এখানকার একটি মন্দ লীলাখেলা নহে। এখানকার ব্রান্ধেরা এই সময় কেশৰ বাবুকে অবতার স্থির কবিয়া পাতের প্রসাদ খাইতেও উদ্যত হইয়াছিল । ইন্দ্র। র্তাহারা কেশব বাবুকে কোন অবতার স্থির করেন ? বরুণ । তাহারা কহেন “নারায়ণ সম্বলপুরের মহাত্মা বিষ্ণুষাশীর ভবনে কষ্কিন্ধপে জন্মগ্রহণ না করিয়া গরিফা গ্রামের মহাত্মা রামকমল সেনের ভবনে কেশবচন্দ্র রূপে অবতীর্ণ হইয়াছেন।” ইন্দ্র নারায়ণ সাবধান ! দেখ অনেক দিন তুমি পৃথিবীতে না আসায় তোমার অবতারত্ব বাজেয়াপ্ত হইতেছে । চোদ্দ বৎসরে যদি উহারা বিনা আপত্তিতে ভোগ দখল করিয়া ফেলে, ভবিস্তুতে তুমি আদালতের আশ্রয় লইয়াও নিজ পদ প্রাপ্ত হইতে পারিবে না। বরুণ । দেবরাজ ! তুমিও সাবধান ইংরাজরাজ দিন দিন যেরূপ উপাধি সৃষ্টি করিয়া বিতরণ করিতেছেন, যদি তাহারা “দেবরাজ” উপাধি সৃষ্টি করিয়া বিতরণ করিতে থাকেন, তোমার দশা কি হইবে ?” ব্ৰহ্মা । বরুণ ! বড় সুন্দর উপদেশ দিচ্চে। প্রচারক জাতিতে কি বরুণ ? বরুণ । উনি জাতিতে র্তাতি। ব্ৰহ্মা। ঐবিষ্ণু! য়্যা ! তাতি ? বরুণ। তাতি ? চল পৃথিবী হইতে পলাই চল, এক্ষণে কলির সম্পূর্ণ অধিকার । * ইন্দ্র । পিতামহ ! প্রচারক তাতি শুনে পালাতে যাচ্ছেন কেন ? ব্ৰহ্মা। এক সময় কলি জামাকে জিজ্ঞাসা করিয়াছিল—“প্ৰভু ! আজ্ঞা করুন, কোন সময়ে আমি মর্ত্যে সুখে এবং নিষ্কণ্টকে রাজ্য করিতে পাইব ?” তদুত্তরে আমি বলিয়াছিলাম—যে সময়ে পূত্রে উচ্চাসনে বসিয়া ধর্বোপদেশ দিতে থাকিবে, ব্রাহ্মণে পৈতা ত্যাগ ও শূত্রে পৈতা গ্রহণ করিবে, সেই ఇ\ఠి$ు