পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মৰ্ত্ত্যে আগমন পাণ্ডারা স্থান নির্ণয় করিতে না পারিয়া পরম্পর পরম্পরের মুখের প্রতি চাচিতে লাগিল এবং দেবগণকে কহিল, “আম্বন বাবু, ভিতরে জাম্বন।” র্তাহারা দ্বার দিয়া ভিতরে প্রবেশ করিয়াই দেখেন দক্ষিণ দিকে দুইটি এবং বাম দিকে একটি চতুষ্কে;ণবিশিষ্ট পালাপূর্ণ ইদার রহিয়াছে । এবং জলে ভেক সকল লাফাইয়া বেড়াইতেছে। ইদারাগুলি উত্তমরূপে বাধীন। পাণ্ডারা কহিল, “বাবু, বামদিকে লক্ষ্মণকুণ্ড আর সম্মুখে ঐ মন্দিরের নিকট রামপুণ্ড ।” দেবতারা রামকুণ্ড দেখিতে চলিলেন। দেখেন—ইহা ৭ একটি চতুষ্কোণবিশিষ্ট বাধীন ইদারা । জল পাচনসিদ্ধ জলের ন্যায় গাঢ় ও রক্তবর্ণ। ব্ৰহ্মা কহিলেন, “সম্মুখে ও মন্দিরটা কি ?” পাণ্ডা । শ্রীরামচন্দ্রের মন্দির । মন্দির মধ্যে রাম লক্ষ্মণ এবং সীতার প্রতিমূৰ্ত্তি আছে । ব্ৰহ্মা । সীতাকুণ্ড কই ? “আস্থন বাবু, ভিতরে আস্থন, বলিয়া পাণ্ডারা তাহাদিগকে অপর একটি দ্বার দিয়া সীতাকুণ্ডের নিকট উপস্থিত করিল। তাহারা দেখেন—স্থানটর চতুর্দিক প্রাচীর-বেষ্টিত। সীতাকুও একটি উষ্ণ-প্রস্রবণ । ইহা দীঘে প্রস্তে ১২। হাত হইবে। জল উত্তাপ, এবং তাহা হইতে অল্প অল্প বাষ্প ও বুদবুদ্ধ উঠিতেছে। জল এত স্বচ্ছ যে যাত্রীরা আসিয়া যে সমস্ত পিণ্ড প্রদান করিয়াছে, তাহার চাউলগুলি গণিয়া লওয়া যায়। সীতাকুণ্ডের চতুৰ্দ্ধিক লৌহ রেলিং দ্বারা পরিবেষ্টন করা । দেবগণ সেই রেলিংয়ের মধ্য দিয়া হস্ত রাখিতে পারেন—পরীক্ষা করিয়া দেখিতে লাগিলেন । - এখান হইতে পাণ্ডারা তাহাদিগকে প্রেতশীল দেখাইতে নিয়া চলিল । প্রস্রবণের জল উঠিয়া কুণ্ডে স্থান সংকুলান না হওয়ায় একটি ইষ্টকনিৰ্ম্মিত পয়ঃপ্রণালী দিয়া বাহির হইয়া যাইতেছে । পাণ্ডারা ঐ প্রণালীর এক স্থান ফুটাইয়া রাখিয়াছে, ঐ স্থানকে তাহার প্রেতশীলা কহে এবং যাত্ৰাদিগকে বলিয়া থাকে—এই স্থানে পিণ্ডার্পণ করিলে পিতৃপুরুষগণ প্রেতত্ব হইতে মুক্তিলাভ করেন। 哆 ইহার পর দেবগণ অপর দ্বার দিয়া বাহিরে গিয়া দেখেন—অনবরত জঙ্গ বাহির হইয়া দূরে একটি ক্ষুদ্র নদীর আকার ধারণ করিয়াছে। দেবতারা সীতাকুণ্ড দেখিয়া বিশেষ মুখী হইলেন এবং গরম গরম জলে পৈতা সাক্ষ করিয়া লইলেন । তাহারা তথা হইতে ভিতরে প্রবেশ করিয়া রামকুণ্ডের নিকট ఇ9