পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* অমরাবতী ইন্দ্র। পাইপ কি ? বরুণ । জলের কল । এই কল মাটির মধ্য দিয়া টানিয়া আনিয়া প্রজার বাড়ি জল দিতেছে। লোকে যেখানে-যেখানে স্বেচ্ছামত নল বসাইল্লা জল লইতেছে। বিদ্যুৎ ধরিয়া তারা তারে খবরাখবর পাঠাইতেছে, রাস্তায় আলো দিতেছে। উহার নাম বৈদ্যুতিক সংবাদ ও বৈদ্যুতিক অালো। যেরূপ দেখিতেছি, ক্রমে পবনভায়ারও চাকরি থাকে কিনা থাকে । ইন্দ্র । বরুণ! তোমার মুখে ইংরাজ জাতির ও কলিকাতার যেরূপ স্বখ্যাতি শুনিলাম, তাহাতে আমার কলিকাতা দেখিতে বড় ইচ্ছা হইতেছে । বরুণ । বেশ তো চল না, তোমাকে ইংরাজকৃত বাষ্পীয় শকটে আরোহণ করাইয়া কলিকাতায় লইয়া যাই । যাইতে কোন কষ্ট হইবে না। আমরা রাস্তার ধারে ধারে ভাল ভাল ষ্টেশনে নামিয়া দু-একদিন করিয়া বিশ্রাম করিব, তাহ হইলে দিল্লী, আগর, মথুরা, বৃন্দাবন, মুঙ্গের, ভাগলপুর, বারাণসী প্রভৃতি প্রাচীন সহর সকলও দেখা হইবে এবং অসময়ে আহারাদি করার জন্যও কোন কষ্ট হইবে না | ইন্দ্র। আমারও একান্ত ইচ্ছা-পূৰ্ব্বরাজ্যগুলি বর্তমানে কিরূপ অবস্থা ধারণ করিতেছে দেখি । ভাল, বাষ্পীয় শকট কি ? বরুণ। ইংরাজকৃত একপ্রকার রথ। ইহা চালাইবার জন্য ঘোড়া ও হাতীর দরকার করে না । বাম্পে চলে বলিয়া ইহার নাম বাষ্পীয় শকট হইয়াছে। কলে বাম্পের দ্বারা চলে বলিয়া অনেকে ইহাকে কলের গাড়িও বলে । ইহার যাতায়াতের রাস্তা লৌহের রেল। এজন্ত ইহা রেলওয়ে ট্ৰেণ বলিয়াও অভিহিত হয়। ট্রেণ অর্থাৎ বস্তু সংখ্যক প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর গাড়ি একত্র লইয়া যাওয়া হয়। লোকে যে যেমন পয়সা ব্যয় করে, সে সেইমত গাড়িতে যাইতে পারে। বোঝাই যত দেওয়া যায়, স্বচ্ছন্দে লইয়া যায় । ইন্দ্র। আহা ! এমন আশ্চৰ্য্য রথও ইংরাজেরা নিৰ্ম্মাণ করিয়াছে ! চল একদিন মর্ত্যে যাইয়া চক্ষের সার্থকতা সম্পাদন করি ও মনের সাধ মিটাইয়া লই । আপাততঃ চল ব্রহ্মলোকে যাইয়া পিতামহকে সঙ্গে লইয়া যাইবার চেষ্টা পাই । আমাদের দেখিবার অনেক সময় আছে । পিতামহের যেরূপ অবস্থা—আজ কালের মধ্যে যদি ফুক করিয়া মারা যান, এত মুখের কলিকাতা আর দেখিতে পাইবেন ২৭