পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মৰ্ত্ত্যে আগমন বরুণ। কপচাচ্চে ! দেখুন পিতামহ ! এখানকার যুবকগণের স্বভাব সাধারণতঃ মন্দ নহে। তবে দুঃখের বিষয়, পাঠ্যাবস্থায় অত্যন্ত বাবু হয়ে পড়াড় লেখা পড়াটা প্রায়ই আমাদের উপর যত হয় । ব্ৰহ্ম । উপ বড় স্ববোধ ছেলে । এই সময়ে বালিকাগণকে প্রত্যাগমন করিতে দেখিয়া ব্ৰহ্মা বলিলেন, “বরুণ ! এ মেয়েগুলি কোথায় গিয়েছিল ?” BBB S BBBBS BBS BBBBSBBBBBBB BBBS SS BBBBB BBB প্রত্যাগমন করিতেছে । ব্ৰহ্মা। এখনও কি বালিকাগণকে পূর্বের ন্যায় বিদ্যা শিক্ষণ দেওয়া হয় ? বরুণ । বিদ্যা শিক্ষণ দেওয়া হয়, তবে পূর্বের ন্যায় নহে ; বালিকাদিগের বিবাহের বয়স দশ বৎসর ; অতএব ঐ সময়ের মধ্যে কতদূর বিদ্যা হইতে পারে বিবেচনা করিয়া লউন । ব্ৰহ্মা । স্ত্রীলোকদিগের অল্প বিদ্যা শিক্ষণ দেওয়া মহাপাপ । তদপেক্ষ মূর্থ করিয়া রাখা শাস্ত্রসম্মত । স্ত্রীলোকেরা অল্প বিদ্যা শিক্ষা করিলে অশেষবিধ অনিষ্ট ঘটাইতে পারে । বরুণ আঞ্জে, বর্তমান সময়ে স্ত্রীলোকেরা বিদ্যা শিক্ষা করিয়া জ্ঞানে}পার্জন করিবে এ আশায় বিদ্যালয়ে দেওয়া হয় না। ব্ৰহ্মা | চলে কি কারণে বিদ্যালয়ে দেওয়া হয় । বরুণ । একটু লেখা পড়া শিক্ষা না দিলে মেয়ে গুলো পাছে খুবড়ো থাকে, এই আশঙ্কায় । এমন কাল পড়েছে—পাত্রের পিতা যেমন পাত্রীর পিতার সর্বস্ব গ্রহণ করেন, সেই সঙ্গে আবার পাত্রী লেখাপড়া জানেন কি না, সে বিষয়েও অনুসন্ধান লন । আজকাল বিবাহের পূর্বে পাত্র পাত্রী উভয়েই উভয়কে দেখিতে ইচ্ছা করেন । সময়ে সময়ে পাত্র আবার পাত্রীকে পরীক্ষা করেন—“বল দেখি, ব্লাক সি কোথায় ? “গভর্নরজেনারেল এক্ষণে কলিকাতায় না সিমলায় আছেন ?” ইত্যাদি । আমি আশ্চর্য দেখিয়াছি—যিনি ২৪ খানি ইংরাজী পুস্তক পড়িয়া ১৫ টাকার কেরাণীগিরি কৰ্ম্ম করিতেছেন, তিনিও শিক্ষিতা স্ত্রী প্রার্থনা করেন । সময়ে সময়ে ঐ বিষয়ে লেকচার দেন । কি আশ্চৰ্য্য ! যে নিজে অশিক্ষিত, তাহার আবার শিক্ষিত স্ত্রীর আশা করা কি ধৃষ্টতার কাজ নয় ? এই সব দেখিয়া শুনিয়া পিতা মাতা অগত্যা কন্যাকে বিদ্যালয়ে দেন । ఫెse