পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ভাগলপুর পাপই করতে হয়, বাটি হতে পালাই, কূলে কলঙ্ক রটুক। লোকে বলুক— অমুক বাবুর স্ত্রী ভাগলপুরে ঘর ভাড়া ক’রে রয়েছে। এইরূপ স্থির ক’রে পালিয়ে এসেছি ।” পুলিশ ও দর্শকবর্গ এই কথা শুনিয়া চলিয়া গেল। দর্শকদিগের মধ্যে একজন কহিল, "মাগী উপযুক্ত শিক্ষা দিয়াছে।” আর একজন কহিল, “আমার ওরূপ হ’লে দুজনকেই কেটে ফাসি যেতাম।” একজন যুব দর্শক অপর যুবাকে কহিল, “গোমস্ত বেটার কপাল ভাল ! মেয়ে মানুষটি নানালঙ্কারভূষিতা।” দেবগণ চাহিয়া দেখেন—পিতামহ নিকটে নাই । অঙ্গুসন্ধান করিতে করিতে দেবতার। তাহাকে একটি বটবৃক্ষের তলে প্রাপ্ত হইলেন। তখন তিনি নয়ন মুদ্রিত করিয়া দুর্গানাম জপ করিতেছিলেন। নারায়ণ ডাকিলেন, “পিতামহ । পিতামহ ! উঠুন " ব্ৰহ্মা নয়ন উন্মীলন করিয়া কহিলেন, “বরুণ। ও কি দেখিলাম ?” বরুণ। আপনার স্বই বিশ্ববাজারূপ রঙ্গভূমিতে দম্পতি ব্যবহার প্রহসনের অভিনয় । এখান হইতে দেবগণ জেলখানার উত্তরাংশে যাইয়া উপস্থিত হইলে বরুণ কহিল, এই স্থানে গঙ্গাতীরে দুটি অদ্ভূত স্বভৃঙ্গ রয়েছে।” দেবরাজ স্বভৃঙ্গ দেখিবার ইচ্ছা প্রকাশ করিলে বরুণ সকলকে লইয়া দেখাইতে চলিলেন । সকলে উকি মারিয়া দেখিয়া অত্যন্ত বিস্থিত হইলেন। নারায়ণ কহিলেন, “বরুণ ! এই সুড়ঙ্গ মধ্য দিয়া গৃহাদির ভগ্নাবশেষ দেখা যাইতেছে —উহা কি ?” *. বরুণ। অনেকে ইহাকে মুনিকোটর কহে। তাহার কছে—পূৰ্ব্বকালে কোন মুনি এই স্থানে বসিয়া তপস্তা করিতেন। আবার কতকগুলি লোকে কহে —ইহা দস্থ্যদিগের বাসগৃহ । ফলতঃ এখানে দস্থ্য থাকিবার কোন সম্ভাবনা নাই, মুনিকোটর হওয়াই সম্ভব। কিছুদিন হইল এখানকার ভূতপূৰ্ব্ব জজ সাঙ্গিল সাহেব ঐ গহ্বরের উপরিভাগ ইষ্টক দিয়া বাধাইয়া দিয়াছেন। অনেকে এই গহবর আগ্রহ সহকারে দেখিয়া থাকেন। এখান হইতে সকলে একটি বাজারে গিয়া তসর নির্মিত খেস ও বাপ্ত निtछब्र निद्वजद्र अछ ७वृ९ त्रांचौञ्चयजटनब छछ भब्रिम कब्रिब्रां अहेलन । তৎপরে সকলে ষ্টেশনে যাইয়া দেখেন টিকিট দিবার বিলম্ব আছে ; অতএব ૨૭.૮ দেৰ—১৭