পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন ব্ৰহ্মা। ক্ষমতা থাকলে কি যাইতে অসাধ ; ঘুমকে যদিও পারি-প্রাচীন শরীরে একপাও চলিবার শক্তি নাই । বরুণ। চলুন,—আপনাকে হাটতে হবে না, কলের গাড়িতে নিয়ে যাব । প্রাচীন শরীরে পিত্তি পড়ে পাছে অস্বখ হয়, এজন্য ভাল ভাল ষ্টেশনে বিশ্রাম করব । ব্ৰহ্মা । কলের গাড়ি কি ? বরুণ । ইংরাজকৃত একপ্রকার রথ । ঐ রথ কলে চলে বলিয়া "কলের গাড়ি’ নাম হইয়াছে । ব্ৰহ্মা। মাকে আমার বেঁধেছে শুনে মন যেরূপ চঞ্চল হয়ে উঠলো, তাতে একবার মর্ত্যে যাওয়া নিতান্ত আবশ্বক হচ্চে । তোমরা বৈকুণ্ঠে যাইয়া নারায়ণকে আমার নাম করিয়া আন । দৈত্যেরা তাহার পরিবারবর্গের উপর যে নানাপ্রকার অত্যাচার করিতেছে, তিনি কি তাহার খবরটাও রাখেন না ? এই কথার পর দেবগণ পুনরায় রথারোহণে বৈকুণ্ঠের অভিমুখে চলিলেন। বৈকুণ্ঠ আহারান্তে লক্ষ্মী নিজ কক্ষে পালঙ্কে বসিয়া আলুলায়িতকেশে কাপেট বুনিতেছিলেন। তাহার পরিধানে রেলপেড়ে শাড়ি, হস্তে হাঙ্গরমুখে ডায়মনকাটা বলয়, কর্ণে দুটি স্বন্দর এয়ারিং, গাত্রের বর্ণ বস্ত্রমধ্য দিয়া ফুটিয়া বাহির হইতেছিল। বিম্বৌষ্ঠ স্বাভাবিক লাল, তাহাতে আবার তাম্বুল চৰ্ব্বণ করাতে আরো টুকটুক করিতেছিল। নারায়ণ নিকটে বসিয়া তাকিয়া ঠেস দিয়া আলবোলার নল মুখে খবরের কাগজ দেখিতেছিলেন এবং মধ্যে মধ্যে নারায়ণীর বদন প্রতি চাহিয়া কি ভাবিতেছিলেন । এই সময়ে ভৃত্য আসিয়া কহিল, “দেবরাজ ও বরুণ ঠাকুর আপনার নিকটে আসিয়াছেন।” নারায়ণ এ সংবাদে কিছু বিষণ্ণ হইলেন এবং ভৃত্যকে বিদায় দিয়া নারায়ণীকে কহিলেন “প্রিয়ে! বোধহয়, স্বর্গে পুনরায় অম্বরের উপদ্রব আরম্ভ করিয়াছে।

  • ৪৩২••• বৎসরে ৪ যুগ। এই ৪ যুগে দেবতাদিগের ১ যুগ। এইরূপ হাজার যুগে ব্ৰহ্মার এক রাত্রি ।

Woe